বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লক্ষ্য ২-০ ব্যবধানে জয় : মুমিনুল

ক্রীড়া প্রতিবেদক

লক্ষ্য ২-০ ব্যবধানে জয় : মুমিনুল

মুমিনুল হক যেন বাংলাদেশ দলের অতিথি ক্রিকেটার! টেস্ট দলের নিয়মিত সদস্য কিন্তু ওয়ানডে ও টি-২০-তে তার দেখা নেই। বাংলাদেশ দল যেহেতু টেস্ট খেলে কালেভদ্রে তাই মুমিনুলেরও দেখা মেলে অনেক দিন পরপর। কিন্তু এই ক্রিকেটারের গড় রান ঈর্ষণীয়। ক্যারিয়ারে শুরুর দিকে বিশ্বের বর্তমান ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি গড় ছিল বাংলাদেশের এই ব্যাটসম্যানের। এখনো ২২ ম্যাচে তার গড় ৪৬.৮৮। টেস্টে অসাধারণ খেললেও সীমিত ওভারের ম্যাচে জায়গা হয় না তার। এ নিয়ে যেন মুমিনুলের কোনো আক্ষেপও নেই। নিজেকে টেস্ট ক্রিকেটার হিসেবেই যেন মানিয়ে নিয়েছেন।

অন্যান্য দলের মতো বাংলাদেশ নিয়মিত টেস্ট খেলার সুযোগ পায় না। তাই দীর্ঘদিন পরপর জাতীয় দলের জার্সি গায়ে খেলতে নেমে ভালো করা কঠিন। কিন্তু মুমিনুল পারেন। আসলে মুমিনুলকে পারতে হয়। তা না হলে যে টেস্ট দলের জায়গাটাও তাকে হারাতে হবে। তবে সতীর্থরা যখন ওয়ানডে ও টি-২০ নিয়ে মেতে থাকেন, তখন টেস্ট দলের নিয়মিত সদস্য হলেও দর্শক হয়ে থাকতে হয় মুমিনুলকে, ‘প্রথম প্রথম বেশি কষ্ট হতো। এখন অতটা হয় না। চেষ্টা করি মাথায় বিষয়টা না রাখার।’ সাংবাদিকদের উদ্দেশ করে বলেন, ‘আপনারা বিষয়গুলো মনে না করিয়ে দিলে সত্যি কথা বলতে কি এখন আর মনেই পড়ে না।’ সামনে ঘরের মাঠে দুই টেস্টের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া দল বাংলাদেশে আসছে। তাই মুমিনুলও কঠোর পরিশ্রম করছেন। নিজে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন। মুমিনুল মনে করেন, বাংলাদেশ দল এখন ওয়ানডের মতো টেস্টে শক্তিশালী হয়ে উঠেছে। তাই এই ব্যাটসম্যানের প্রত্যাশা সিরিজে ২-০ ব্যবধানেও জিতে যেতে পারে বাংলাদেশ। মুমিনুল বলেন, ‘লক্ষ্য ২-০ ব্যবধানে জেতা। গত কয়েক বছরে আমরা যেভাবে টেস্ট খেলেছি, আমার বিশ্বাস আমরা টেস্ট ম্যাচ জিততে পারি। ১-১ হলেও খারাপ নয়। তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের দুটি ম্যাচই জেতার সামর্থ্য রয়েছে। কেননা আগের চেয়ে আমাদের টেস্ট দলটা অনেক ভালো।’

ঘরের মাঠে সর্বশেষ টেস্ট সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ১-১ সমতায় শেষ করেছিল বাংলাদেশ। তাই আত্মবিশ্বাসটা বেড়ে গেছে। তবে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের চেয়েও কঠিন দল বলে মনে করেন মুমিনুল, ‘আমার মনে হয় ইংল্যান্ডের চেয়ে খানিকটা কঠিন হবে। কিছু দিন আগে অস্ট্রেলিয়া ভারতের কন্ডিশনে খেলে গেছে। আর ইংল্যান্ড আমাদের বিপক্ষে খেলে ভারতে গিয়েছিল। সবকিছু মিলিয়ে আমার মনে হয় অস্ট্রেলিয়া সিরিজ খানিকটা কঠিন হবে। ওরা জানে কীভাবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে হয়। আমাদের সেভাবেই প্রস্তুত হতে হবে।’

পেস কিংবা স্পিন দুই বিভাগেই শক্তিশালী অস্ট্রেলিয়া। তাই তাদের বোলারদের বিরুদ্ধে খেলা কঠিন হয়ে যাবে। মুমিনুলের দাবি, ‘ওদের পেস ও স্পিন বোলিং দুটোই ভালো। যে কোনো কন্ডিশনে ওরা নিজেদের মানিয়ে নিতে পারে। আমাদের কাছে মনে হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলাটা অবশ্যই চ্যালেঞ্জিং হবে।’ ২২ টেস্টে মুমিনুলের ৪ সেঞ্চুরি ও ১১টি হাফ সেঞ্চুরি রয়েছে। এই ব্যাটসম্যান মনে করেন, টেস্টে সব সময় লম্বা ইনিংস খেলতে হবে। সেভাবেই প্রস্তুতি নিচ্ছেন মুমিনুল, ‘টেস্ট খেলতে হলে ৫০-৬০ করলেই হয় না। ১০০ কিংবা তার বেশি হয়তো দলের জন্য কিছু ভূমিকা রাখতে পারে। আমি সেই মানসিকতা নিয়েই অনুশীলন করে যাচ্ছি।’

সর্বশেষ খবর