বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফিরছেন গেইল ব্রাভোরা

ক্রীড়া ডেস্ক

১৯৭৫ ও ১৯৭৯ সালের বিশ্বকাপ ক্রিকেটের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। এক সময়কার সুপার পাওয়ার ওয়েস্ট ইন্ডিজের অবস্থান এখন তলানীতে। র‍্যাঙ্কিংয়ের ৯ নম্বর দল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। চলতি ৩০ সেপ্টেম্বরের মধ্যে যদি র‍্যাঙ্কিংয়ের আট নম্বরের মধ্যে জায়গা করে নিতে না পারে, তাহলে বিশ্বকাপ বাছাইপর্ব খেলতে হবে দলটিকে। দুবারের বিশ্বচ্যাম্পিয়ন এবং টি-২০ বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের জন্য যা লজ্জাকর। এ অবস্থা থেকে মুক্তি পেতে নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এ জন্য তারা দেশটির ক্রিকেটারদের সংগঠনের সঙ্গে আলোচনা করে দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটার ক্রিস গেইল, ডোয়াইন ব্রাভো, কিয়েরন পোলার্ড, সুনীল নারাইনদের ক্ষমা করার বিষয়টি চিন্তাভাবনা করছে। এতে করে সরাসরি না হলেও বাছাইপর্বে গণ্ডি ডিঙিয়ে বিশ্বকাপ খেলতে পারে।  ক্যারিবীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্তে ২০১৯ সালের বিশ্বকাপ খেলার সম্ভাবনা উজ্জ্বল হলো দেশটির। বাছাইপর্ব খেললেও আফগানিস্তান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ডকে পেছনে ফেলে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলাটা সহজই হবে।

 কারণ সাময়িক ক্ষমার ফলে দলে ফিরতে পারেন ক্রিস গেইল, কিয়েরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোদের মতো তারকা ক্রিকেটাররা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর