বুধবার, ১৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঐতিহাসিক জয় শ্রীলঙ্কার

ক্রীড়া ডেস্ক

কলম্বো টেস্টে শেষ দিনে রেকর্ড গড়েই জিতল শ্রীলঙ্কা। এশিয়ার মাটিতে টেস্টে সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের নতুন রেকর্ড এটি। এর আগের রেকর্ডটি ছিল ভারতের দখলে। চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩৮৭ রান তাড়া করে জিতেছিল ভারতীয়রা। আর গতকাল শ্রীলঙ্কা জিম্বাবুয়েকে হারিয়েছে ৩৮৮ রান তাড়া করে।

তবে টেস্টে রান তাড়া করে জয়ের রেকর্ডে শ্রীলঙ্কার এ জয়টি রয়েছে পঞ্চম স্থানে। তালিকায় সবার ওপরে রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের ৪১৮ রান তাড়া করে পাওয়া জয়টি। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকার। তাও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে তৃতীয় ও চতুর্থ জয় দুটি অস্ট্রেলিয়ার। তারপরেই শ্রীলঙ্কার এই জয়। দিনেশ চান্দিমালের ভাগ্যই বটে! টেস্ট অধিনায়ক হিসেবে শুরুর টেস্টেই সৃষ্টি করলেন ইতিহাস।  গতকাল ডিকওয়েলা ও গুনারত্নের অসাধারণ ব্যাটিং লঙ্কানদের এনে দিয়েছে ৪ উইকেটের দারুণ এক জয়। আগের দিনের ১৭০ রানের সঙ্গে গতকাল আরও ৩৩ রান যোগ করতেই আগের দিনের দুই নির্ভরযোগ্য ব্যাটসম্যান কুশল মেন্ডিস ও অ্যাঞ্জেলা ম্যাথুসকে হারায় শ্রীলঙ্কা। তারপর শুরু হয় ডিকওয়েলা ও গুনারত্নের লড়াই। অবশ্য শুরুর দিকে একবার স্ট্যাম্পিংয়ের ফাঁদে পড়েছিলেন ডিকওয়েলা। মাঠের আম্পায়ার আউট দিলেও রিভিউ নিয়ে বেঁচে যান। এরপরও একবার নতুন জীবন পেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর