বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা

শেষ ম্যাচে স্বপ্নাদের জয়

ক্রীড়া প্রতিবেদক

শেষ ম্যাচে স্বপ্নাদের জয়

দক্ষিণ কোরিয়া সফররত বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা ফুটবল দল

জয় দিয়ে দক্ষিণ কোরিয়া সফর শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মহিলা দল। গতকাল পাজুতে অনুষ্ঠিত শেষ প্রস্তুতি ম্যাচে ৩-০ গোলে জয় পেয়েছে ওজুসিডন স্কুলের বিপক্ষে। সানজিদা, নার্গিস ও স্বপ্নারা গোলগুলো করেন। এশিয়ান ফুটবলে শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া সফরে সানজিদারা চারটি ম্যাচে অংশ নেয়। সফরটা শুরু হয়েছিল শোচনীয় হারে। দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-১৬ দলের কাছে ৬-০ গোলে হার মানে। এতে করে মনে হচ্ছিল এ ট্যুরে বাংলাদেশের মহিলা দল সুবিধা করতে পারবে না। এই ধারণা ভুল প্রমাণিত করে স্বপ্নারা দ্বিতীয় ম্যাচে যেন ম্যাজিক প্রদর্শন করে। ৯-০ গোলে পরাজিত করে স্থানীয় ইয়ুন মিউন মিডল স্কুলকে। তৃতীয় ম্যাচে ২-২ গোলে ড্র করে স্থানীয় হাওয়াচিয়ন ইনফরম্যাশন ইন্ডাস্ট্রিজ হাইস্কুলের বিপক্ষে। সেপ্টেম্বরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল এএফসি কাপে চূড়ান্ত পর্বে খেলবে। থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে এ আসর। প্রথমবার চূড়ান্ত পর্বে খেলবে বাংলাদেশ। গ্রুপে লড়তে হবে শক্তিশালী জাপান, উত্তর কোরিয়া ও অস্ট্রেলিয়ার সঙ্গে। নিজেদের প্রস্তুত করে নিতে এর আগে স্বপ্নারা জাপান, সিঙ্গাপুর ও চীন সফর করে। সব জায়গাতে মেয়েদের পারফরম্যান্স ছিল চোখে পড়ার মতো। দক্ষিণ কোরিয়াতেও মিশন সাকসেস। থাইল্যান্ডে উড়ে যাওয়ার আগে প্রস্তুতি ম্যাচ খেলতে মহিলা দল ভিয়েতনামে যাবে। শেষ ঝালাইটা হবে সেখানেই কোচ ছোটন মেয়েদের পারফরম্যান্সে সন্তুষ্ট। তিনি বলেন, প্রস্তুতি ম্যাচে নিজেদের পারফরম্যান্স তুলে ধরতে পারছে। এটাই বড় প্রাপ্তি। চূড়ান্ত পর্বে শক্তিশালী প্রতিপক্ষ হলেও আশা রাখি বাংলাদেশ জ্বলে উঠতে পারবে।

সর্বশেষ খবর