বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০১৭ ০০:০০ টা
ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ

চীনের সমান্তরালে রাশিয়া

ক্রীড়া ডেস্ক

সাঁতারের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিনা দুর্নীতি তদন্ত করার জন্য একটি কমিশন গঠন করেছে। সংস্থার ভাইস প্রেসিডেন্ট কুয়েতের হুসেইন আল মুসাল্লামের বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ মিলেছে। একটি টেপ রেকর্ডিং থেকে জানা গেছে, তিনি এক কোম্পানির স্পন্সরশিপের দশ শতাংশ ভাগ চেয়েছিলেন। এসব ঘটনার তদন্ত করতেই কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে ফিনার সামনে দুটি চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত সামনেই তাদের প্রেসিডেন্ট নির্বাচন। তা ছাড়া হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে চলছে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপ। সব দিক সামাল দিতেই এখন হিমশিম খেতে হচ্ছে ফিনাকে। এদিকে সাঁতারের বিশ্ব চ্যাম্পিয়নশিপে চীন প্রথমদিকে এগিয়ে গেলেও তাদের সমান্তরালে পৌঁছে গেছে রাশিয়া। গতকাল সন্ধ্যা পর্যন্ত পদক তালিকায় চীন ও রাশিয়া দুই দলই ৫টি করে স্বর্ণপদক জয় করেছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর