শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

নেইমারকে ঘিরে ধূম্রজাল

ক্রীড়া ডেস্ক

নেইমারকে ঘিরে ধূম্রজাল

বর্তমান ফুটবল বিশ্বের সবচেয়ে বড় তারকা কে? লিওনেল মেসি না ক্রিস্টিয়ানো রোনালদো? ফুটবল বিশেষজ্ঞদের নানা মত। বার্সেলোনার আরেক ফুটবলার নেইমারকেও তারকা খ্যাতিতে পিছিয়ে রাখছেন না কেউ কেউ। অনেকের মতে, আগামী দিনের বিশ্বের এক নম্বর তারকা নেইমার। ব্রাজিলের ‘প্রাণভোমরা’ নেইমার কিন্তু মেসি থাকার পরও বার্সার সাফল্যের অন্যতম কারিগর। আগামী ২০১৭-১৮ মৌসুমে কাতালানদের পক্ষে থাকবেন, না নতুন ক্লাবে নাম লেখাবেন, এ নিয়ে গুঞ্জন ইউরোপীয় ফুটবলে। নেইমার এখন নিউইয়র্কে। যাওয়ার আগে বার্সেলোনার সমর্থকদের আশ্বস্ত করে গেছেন। বলেছেন, ‘আমি বার্সেলোনায় সুখেই আছি’। কিন্তু নিউইয়র্ক যাওয়ার পর ব্রাজিলিয়ান মিডিয়া বলছে, আগামী মৌসুমে নেইমারের নতুন ঠিকানা ফ্রান্সের প্যারিস সেন্ট জার্মেইন (পিএসএজি)। ব্রাজিলিয়ান তারকার পরিবার চাইছে, ইউরোপীয় বড় কোনো ক্লাবের মূল ফুটবলার হিসেবে খেলুক নেইমার। তাই হয় তো বার্সেলোনার সুখের সংসার ছেড়ে পাড়ি দিচ্ছেন পিএসজিতে। সেখানে অবশ্য তার স্বদেশি একাধিক ফুটবলার মারকিনিয়োস, লুকাস মৌরা, থিয়াগো সিলভা রয়েছেন। আবার জুভেন্টাস ছেড়ে বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার দানি আলভেজও যোগ দিয়েছেন পিএসজিতে।

বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, বায়ার্ন মিউনিখদের মতো বড় ক্লাবগুলোর কাতারে নাম লেখাতে চাইছে পিএসজি। তাই ফুটবল বিশ্বের তারকা ফুটবলারদের দলভুক্ত করতে মরিয়া ফ্রেঞ্চ ক্লাবটি। ক্লাবটি বহুদিন ধরে চেষ্টা করছে নেইমারকে তাদের তাঁবুতে নিয়ে আসতে। কিন্তু ক্লাবটির হাজারো চেষ্টাও মন গলাতে পারেনি নেইমারের। এবার অবশ্য সাফল্যের মুখ দেখতে যাচ্ছে! কারণ বার্সেলোনার সাবেক ফুটবলার আলভেজ জুভেন্টাস ছেড়ে ম্যানচেস্টার সিটিতে যাওয়া পাকাপোক্ত করেই ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে ইউটার্ন করে নাম লেখায় পিএসজিতে। অবশ্য এ জন্য আলভেজ দুঃখ প্রকাশ করেছেন সিটির কাছে। আলভেজের ক্লাব বদলেই উৎসাহিত হয়েছেন নেইমার। নেইমার যে বার্সেলোনা ছাড়ছেন, প্রথমে গুঞ্জনটির সৃষ্টি করে কাতালান পত্রিকা স্পোর্ত। পত্রিকাটি লিখেছে, মেসির ছায়া হিসেবে আর খেলতে চাইছেন না নেইমার। মেসির আড়ালে খেললে কখনই বিশ্বসেরা ফুটবলার হওয়া যাবে না। নেইমার এটা বুঝেছেন ভালো করেই এবং তার পরিবারও বুঝেছে বিষয়টি। তাই তার পরিবারের ইচ্ছা ইউরোপের বড় কোনো ক্লাবের মূল ফুটবলার হোক নেইমার। দলভুক্ত করতে নেইমারের জন্য এরই মধ্যে ২২২ মিলিয়ন ইউরো রিলিজ ক্লজ দিতে রাজি পিএসজি। নেইমার এখন নিউইয়র্কে। নেইমারের বার্সেলোনা ছাড়ার বিষয়টি এতটাই নিশ্চিত করছে ব্রাজিলিয়ান মিডিয়া।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর