শিরোনাম
শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সামার অ্যাথলেটিকস শুরু আজ

ক্রীড়া প্রতিবেদক

সম্ভাবনা ছিল প্রচুর। কিন্তু হতাশা এখন নিত্যসঙ্গী। হ্যাঁ, অ্যাথলেটিকসের কথা বলছি। একসময় ঘাসেই মাঠ কাঁপিয়েছেন গোলাম আম্বিয়া, সুলতানা জামান, রাজিয়া সুলতানা অনু, শামীমা সাত্তার মিমু ও ডনরা। তারকার খ্যাতিও পেয়েছিলেন। ১৯৮৫ সালে ঢাকায় সাফ গেমসে দ্রুততম মানব হলেন শাহ আলম। ১৯৯৩ সালে বিমল তরফদারও সাফে দ্রুততম মানব হন। এমন সম্ভাবনা থাকার পরও বাংলাদেশের এখন অ্যাথলেটিকস অন্ধকারে হাঁটছে। যুব বিশ্ব অ্যাথলেটিকসে সেমিফাইনালে উঠে কিছুটা আশা জাগিয়েছেন বিকেএসপির তরুণ অ্যাথলেট জহির। একসময়ে জাতীয় অ্যাথলেটিকস ঘিরে দর্শকের ঢল নামত। এখন সেসব স্মৃতিই বলা যায়। ফেডারেশনের দ্বন্দ্বে অ্যাথলেটরা এখন অসহায়। এর মধ্যে আজ থেকে ট্রাকে গড়াচ্ছে সামার অ্যাথলেটিকস চ্যাম্পিয়নশিপ। সামনে বেশকটি গেমস রয়েছে। তাই এই আসরের গুরুত্বই আলাদা। অ্যাথলেটরা নতুন নতুন রেকর্ড গড়ে আলোর ঝলকানি দেবেন কি? কে হবেন দ্রুততম মানব ও মানবী। অনেক প্রশ্নের জবাব মিলবে দুই দিনের আসরে।

সর্বশেষ খবর