শুক্রবার, ২১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

চেলসিতে যাচ্ছেন মোরাতা

ক্রীড়া ডেস্ক

ক্রিস্টিয়ানো রোনালদো, করিম বেনজেমা, গ্যারেথ বেলদের মতো তারকা ফুটবলারদের দিয়ে গড়া রিয়াল মাদ্রিদের আক্রমণভাগ। সেখানে অন্য আলভারো মোরাতার সুযোগ পাওয়া একটু কঠিনই। কঠিন বলেই গেল মৌসুমের অধিকাংশ সময় বেঞ্চে বসে কাটিয়েছেন মোরাতা। বেঞ্চে বসে সময় কাটানোর সময়ই মনে মনে ঠিক করে নিয়েছিলেন স্পেন জাতীয় দলের স্ট্রাইকার মোরাতা দল ছাড়ার। তার ইচ্ছা পূরণ হতে চলেছে। স্পেনের সবচেয়ে দামি ফুটবলার হিসেবে মোরাতা পা রাখছেন ইংলিশ প্রিমিয়ার লিগে। সেখানে তিনি নাম লেখাচ্ছেন চ্যাম্পিয়ন চেলসিতে। এ জন্য ইংলিশ চ্যাম্পিয়নদের ৮ কোটি ইউরো গুনতে হচ্ছে চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে। অবশ্য এখনই আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারছেন না মোরাতা দল ছাড়ার। কারণ, মেডিকেল টেস্ট এখনো বাকি। অবশ্য মোরাতা এখন রিয়ালের সঙ্গে প্রাক মৌসুম অনুশীলন করতে অবস্থান করছেন মার্কিন যুক্তরাষ্ট্রে।

গত মৌসুমে চ্যাম্পিয়ন রিয়ালের পক্ষে আক্রমণভাগে খেলেছেন রোনালদোর সঙ্গে বেনজেমা। ইনজুরির জন্য নিয়মিত নামা হয়নি বেলের। তখন সুযোগ পেয়েছেন মোরাতা। সুযোগ পেয়ে খুব খারাপ খেলেছেন, সেটা নয়। ২৬ ম্যাচে গোল করেছেন মাত্র ১৫টি। রিয়ালের যুব ইউনিটের ফুটবলার মোরাতার সিনিয়র দলে খেলা শুরু  ২০১০ সালে। ২০১৪ সাল পর্যন্ত রিয়ালে খেলেছেন। এরপর যোগ দেন ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর