শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

২০০ মিটারে সেরা সাইফুল সোহাগী

ক্রীড়া প্রতিবেদক

২০০ মিটারে সেরা সাইফুল সোহাগী

গ্রীষ্মকালীন অ্যাথলেটিকসের ২০০ স্প্রিন্টের সোনা জয়ী সাইফুল ইসলাম ও সোহাগী আক্তার —বাংলাদেশ প্রতিদিন

নাম গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্স। কিন্তু এখন পুরোপুরি বর্ষাকাল। যখন তখন বৃষ্টি নামছে। গতকাল যখন দুই দিনব্যাপী গ্রীষ্মকালীন অ্যাথলেটিক্সের ১৩তম আসর ট্র্যাকে গড়িয়েছে, তখন বৃষ্টি ঝরছিল অঝরে। আসরের প্রথম দিনে শ্রেষ্ঠত্ব দেখিয়েছেন বাংলাদেশ জেলের সাইফুল ইসলাম খান ও বাংলাদেশ নৌবাহিনীর সোহাগী আক্তার। দুই অ্যাথলেট ২০০ মিটার স্প্রিন্টে দেশসেরা হয়েছেন। ২০০ মিটার স্প্রিন্টে সোনা জেতা সাইফুল সময় নেন ২১.৬০ সেকেন্ড। সেরা হতে তিনি পেছনে ফেলেন দেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ ও গত আসরের সেরা শরীফুল ইসলামকে। শরীফ এবার সময় নেন ২১.৮০ সেকেন্ড এবং মেজবাহর লেগেছে ২২.০০ সেকেন্ড। নৌবাহিনীর সোহাগী টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন। টানা সোনা জিততে তিনি সময় নেন ২৫.১০ সেকেন্ড। রুপাজয়ী বাংলাদেশ জেলের জাকিয়া সুলতানার লেগেছে ২৫.৬০ সেকেন্ড এবং আয়শা আক্তারের ২৫.৯০ সেকেন্ড। অ্যাথলেটিক্সের প্রথম দিনে ছেলেদের ১৫০০ মিটারে বাংলাদেশ সেনাবাহিনীর আল-আমিন ৪ মিনিট ৪.৯০ সেকেন্ড নিয়ে সেরা হয়েছেন। মেয়েদের বিভাগে একই দলের সুমি আক্তার ৫ মিনিট ৩০.২০ সেকেন্ড নিয়ে হয়েছেন সেরা।

সর্বশেষ খবর