শনিবার, ২২ জুলাই, ২০১৭ ০০:০০ টা

হাসপাতালে চান্দিমাল

ক্রীড়া ডেস্ক

হাসপাতালে চান্দিমাল

নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে শ্রীলঙ্কার টেস্ট অধিনায়ক দিনেশ চান্দিমাল হাসপাতালে ভর্তি হয়েছেন। ভারতের বিরুদ্ধে গল টেস্ট খেলা হচ্ছে না তার। চান্দিমালের হাসপাতালে ভর্তি হওয়ার কথা গতকাল নিশ্চিত করেছেন লঙ্কান ক্রিকেট দলের ম্যানেজার আশাঙ্কা গুরুসিংহে। তিনি বলেন, ‘চান্দিমাল নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছেন। গত রাতেই তার সঙ্গে কথা হয়েছে। তবে বুঝতে পেরেছেন অনেক দেরিতে। সে কারণেই তার রক্ত পরীক্ষা করাতেও দেরি হয়ে গেছে। সকাল ৯টায় (গতকাল) তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে কারণেই ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে তার খেলা হচ্ছে না।’ গুরুসিংহে বলেন, ‘ডাক্তারের সঙ্গে বিস্তারিত কথা হয়েছে। তিনি বলেছেন, তার প্রথম টেস্ট খেলার কোনো সম্ভাবনা নেই। তাকে বেশ কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। যদিও তারা বলেছেন, সুস্থ হতে এক সপ্তাহ লাগবে, তারপরেও এখন কিছুই বলা যাচ্ছে না ঠিক কতদিন লাগতে পারে।’ চান্দিমালের অনুপস্থিতিতে ভারতের বিরুদ্ধে গল টেস্টে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন রঙ্গনা হেরাথ। এর আগে জিম্বাবুয়ের বিরুদ্ধে এক টেস্ট সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছিলেন হেরাথ। ওই সিরিজে শ্রীলঙ্কা ২-০ ব্যবধানে সিরিজ জিতেছিল। দুর্দান্ত বোলিং করেছেন হেরাথ নিজেই। ১৫.১০ গড়ে নিয়েছেন ১৯ উইকেট। দ্বিতীয় টেস্টে তিনি ১৫২ রানে ১৩ উইকেট নিয়েছিলেন। তা ছাড়া হেরাথ বাংলাদেশের বিরুদ্ধে চলতি বছরের শুরুর দিকে অনুষ্ঠিত টেস্ট সিরিজেও নেতৃত্ব দিয়েছেন। যে সিরিজটি ১-১ ব্যবধানে শেষ হয়েছিল।

চান্দিমাল দায়িত্ব নেওয়ার পরই আগের ম্যাচে জিম্বাবুয়ের বিরুদ্ধে শ্রীলঙ্কাকে এক ঐতিহাসিক জয় এনে দিয়েছিলেন। অ্যাঞ্জেলো ম্যাথুসের কাছ থেকে দায়িত্ব পাওয়ার পর দারুণ পারফর্ম করেছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর