রবিবার, ২৩ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশের প্রতিপক্ষ ফেবারিট ফিলিস্তিন

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রতিপক্ষ ফেবারিট ফিলিস্তিন

কোচ অ্যান্ডু ওর্ডের প্রথম মিশন শেষ হচ্ছে আজ। এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে বাছাইপর্ব লড়াইয়ে বাংলাদেশের যুবারা প্রথম দুই ম্যাচে হার মেনেছে। জর্ডান ৭-০ ও তাজিকিস্তানের কাছে ৩-১ গোলে হেরে যায়। আজ রাতে গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক ফিলিস্তিনের বিপক্ষে। কি হবে আজকের ম্যাচে। বাংলাদেশ যে পরবর্তী রাউন্ডে যেতে পারবে না এনিয়ে কারও সংশয় ছিল না। দুই ম্যাচ হেরে দেশে ফেরার অপেক্ষায় রয়েছে ফুটবলাররা। ফেরার আগে কোনো চমক দেখাতে পারবে কি? চমক মানে ফিলিস্তিনের বিপক্ষে জয়। তা কি সম্ভব? টুর্নামেন্টে ফেবারিট দল ফিলিস্তিনই। যদিও তারা সেই শক্তি প্রদর্শন করতে পারেনি। প্রথম ম্যাচে তারা ২-২ গোলে ড্র করে তাজিকিস্তানের সঙ্গে। পরের ম্যাচে জর্ডানের বিপক্ষে ৩-২ গোলে জয় পেয়েছে। এই গ্রুপ থেকে কে পরবর্তী রাউন্ডে যাবে তা নির্ভর করছে আজকের ম্যাচের ওপর। ফিলিস্তিন ও তাজিকিস্তান দুদলই ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। তবে গোল পার্থক্য শীর্ষে রয়েছে তাজিকরা। জর্ডান, ফিলিস্তিন ও তাজিকিস্তানের তিন দলেরই জয় প্রয়োজন। জর্ডান হেরে গেলে বাদ পড়ে যাবে। তখন গোল পার্থক্য বিচার করে তাজিকিস্তান বা ফিলিস্তিন পরবর্তী রাউন্ডে জায়গা করে নেবে। সুতরাং বাংলাদেশের বিপক্ষে ফিলিস্তিনদের শুধু জয় নয়, গোলের ব্যবধান বাড়ানোর প্রয়োজন রয়েছে। কতটা ভয়ঙ্কর রূপ ধারণ করবে তারা।  জর্ডানকে হারিয়েছে স্বাগতিকরা। যেখানে বাংলাদেশ কিনা ৭-০ গোলে বিধ্বস্ত হয়েছে। সেক্ষেত্রে ফিলিস্তিনকে রুখে দেওয়া সম্ভব? ফুটবলে কখন কি ঘটে বলা মুশকিল। কিন্তু দলটা যখন বাংলাদেশ। তখন কি চমকের আশা করা যায়। জয় যেন বাংলাদেশের কাছে স্বপ্নে পরিণত হয়েছে। এক সময়ে ফিলিস্তিনের বিপক্ষে ড্র করার রেকর্ডও রয়েছে। এখন ফুটবল মানেই যেন হতাশা আর দুর্দশা। ফুটবলপ্রেমীরা তাই ধরেই নিয়েছে শূন্য হাতেই দেশে ফিরবে অ্যান্ডুর শিষ্যরা। জয় নয়, যদি আজ ড্র করে তা হবে বড়প্রাপ্তি। কোচ অ্যান্ডু বলেছেন পয়েন্ট নয়, আমার টার্গেট যত কম গোল খাওয়া। ফিটনেস নেই বলে ফুটবল বিপর্যয়ে বন্দী। প্রথমার্ধে মোটামুটি সচল থাকলেও দমের ঘাটতিতে দ্বিতীয়ার্ধে মাঠে দৌড়ানোর শক্তিও থাকে না ফুটবলারদের। জর্ডানের বিপক্ষে প্রথমার্ধে ২ গোল খেলেও পরের ৪৫ মিনিট পাঁচ গোল হজম করে। আর তাজিকিস্তানের বিপক্ষেতো প্রথমে গোল করে বসে। কিন্তু দম শেষ হয়ে যাওয়ায় হেরেই মাঠে ছাড়তে হয়েছে।

 

সর্বশেষ খবর