মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ফাইনালে হেরেও কোটিপতি মিতালি

ক্রীড়া ডেস্ক

ফাইনালে হেরেও কোটিপতি মিতালি

৩৪ বছর পর লর্ডসে আরেকটি ইতিহাসের হাতছানি দিচ্ছিল ভারতকে। তবে পুরুষ নয়, মহিলা বিশ্বকাপে। এর আগেও ভারতের মেয়েরা ফাইনালে উঠেছিল। কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবার উজ্জ্বল সম্ভাবনা ছিল ভারতের। অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিধ্বস্ত করে সেই আভাসই দিয়েছিল মিতালিরা। কিন্তু ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা স্বপ্নই থেকে গেল। ফাইনালে হেরে যায় ৯ রানে। ২২৯ রানের লক্ষ্যে খেলতে নেমে ভারত ব্যাটিংয়ে যে দৃঢ়তার পরিচয় দিচ্ছিল তাতে যেন ইতিহাস গড়াটা সময় ব্যাপারই মনে হচ্ছিল। লেখা হলো না ইতিহাস। স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

বিশ্ব জয় করতে পারেনি তাতে কি আসে যায়। রানার্সআপ হয়েও ভারতীয় মহিলা ক্রিকেটাররা পুরস্কারের বন্যায় ভেসে যাচ্ছেন। বিশেষ করে অধিনায়ক মিতালি রাজ কোটিপতি বনে যাচ্ছেন। তার হাতে চকচকে বিএমডব্লিউর গাড়ির চাবি তুলে দেওয়া হবে। তেলেঙ্গানা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের সভাপতি ডি চামুন্ডেশ্বরনাথ  জানিয়েছেন ‘১৭ বছরের দীর্ঘ ক্রিকেট ক্যারিয়ারে মিতালি ভারতের নাম উজ্জ্বল করেছেন। ফাইনালে ফলাফল যাই ঘটুক না কেন, তার কৃতিত্বের জন্য ওকে সম্মান জানিয়ে বিএমডব্লিউ উপহার দেওয়া হবে।’

সর্বশেষ খবর