বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

মুস্তাফিজকে ঘিরে ওয়ালশের আশা

ক্রীড়া প্রতিবেদক

মুস্তাফিজকে ঘিরে ওয়ালশের আশা

পেস বোলিংয়ে বাংলাদেশ ঠিকমতো জ্বলে উঠতে পারছে না। এ নিয়ে চিন্তিত কোচ কোটনি ওয়ালশ। গতকাল সাত পেসারকে নিয়ে অনুশীলনে নামেন ওয়েস্টইন্ডিজের সাবেক বিশ্ববিখ্যাত এ বোলার —বাংলাদেশ প্রতিদিন

বিশ্ব ক্রিকেটের মহা তারকাদের একজন কোর্টনি ওয়ালশ। গতি দানব না হয়েও শুধুমাত্র অ্যাকুরেসির জন্য ব্যাটসম্যানদের কাছে দুর্বিসহ এক নাম ছিলেন এই ক্যারিবীয় ফাস্ট বোলার। ক্যারিয়ারে কত ম্যাচে একাই প্রতিপক্ষকে ধসিয়ে জয় উপহার দিয়েছেন দলকে। সেই ওয়ালশ এখন বাংলাদেশ ক্রিকেটের বোলিং কোচ। এ দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকার নামও ওয়ালশ। তার অভিজ্ঞতা ও ক্রিকেট ব্যক্তিত্বকে কাজে লাগিয়ে বাংলাদেশের পেস বোলিং বিভাগকে আরও ক্ষুরধার করতেই বিসিবি দ্বারস্থ হয়েছে সাবেক ক্যারিবীয় ফাস্ট বোলারের। টাইগারদের দায়িত্ব নেওয়ার পর সময় পাননি একসঙ্গে পেসারদের নিয়ে কাজ করার। আগস্টের শেষ সপ্তাহের আগে বাংলাদেশের কোনো আন্তর্জাতিক ক্রিকেট নেই। তাই বিস্তর সময় এখন হাতে। কন্ডিশনিং ক্যাম্পে থাকা মুস্তাফিজুর রহমান, আল-আমিন, শুভাশীষ রায়, কামরুল ইসলাম রাব্বি, শফিউল ইসলাম সুহাশ, মুক্তার আলী ও তাসকিন আহমেদদের নিয়ে কাজ করছেন এখন। এই সময়ের মধ্যে তিনি ঘষে মেজে টাইগার বোলিং বিভাগকে পুরোদস্তুর আন্তর্জাতিক মানে নিয়ে যেতে চান। পেসারদের নিয়ে কাজ করতে করতে তার আমূল বিশ্বাস, ‘কাটার মাস্টার’ মুস্তাফিজ ফিরবেন তার পুরনো ছন্দে। অন্যরাও আরও অনেক বেশি ক্ষুরধার হবেন।

গত সেপ্টেম্বরে ওয়ালশ দায়িত্ব নেন। এরপর থেকেই বাংলাদেশের পেস অ্যাটাককে কেমন যেন নির্জীব মনে হয়েছে। এজন্য আড়ালে অনেকেই সমালোচনা করেছেন তার। এতে বিরক্ত ১৩২ টেস্টে ৫১৯ উইকেট নেওয়া ওয়ালশ। নিন্দুকেরা বলছেন ওয়ালশ বোলিং অ্যাকশনে পরিবর্তন আনাতে ছন্দ ও গতি হারিয়েছেন মুস্তাফিজ ও তাসকিন। বিশেষ করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নখদন্তহীন মনে হয়েছে টাইগার পেস অ্যাটাককে। আগস্টের শেষ সপ্তাহে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলার আগে কন্ডিশনিং ক্যাম্প করছেন ২৯ ক্রিকেটার। হেড কোচ চন্ডিকা হাতুরাসিংহে এখনো আসেননি। ছুটিতে আছেন। অথচ ওয়ালশ বেশ কিছুদিন আগে এসে কাজ শুরু করেন মুস্তাফিজকে নিয়ে। অভিষেকে আলো ছড়ানো মুস্তাফিজকে এখন তার ছায়া মনে হচ্ছে। সেই ‘স্টক বল’ দেখা যায়নি চ্যাম্পিয়ন্স ট্রফিতে। ধারহীন মনে হয়েছে মুস্তাফিজকে। মুস্তাফিজকে নিয়ে কাজ করতে করতে ওয়ালশের মনে হয়েছে, নিজেকে ফিরে পেতে মুখিয়ে আছেন কাটার মাস্টার, ‘ইংল্যান্ডে মুস্তাফিজকে পুরনো ছন্দে দেখা যায়নি। আমি তাকে নিয়ে কাজ করছি। আমার মনে হয়েছে নিজেকে ফিরে পেতে সর্বোচ্চ চেষ্টাই করছে সে। আমিও তার গতি ফিরিয়ে আনতে চাইছি। আমি বিশ্বাস করি সে পুরনো ছন্দে ফিরবে। কাজ করছি বলে বলছি না, তার বোলিং অ্যাকশন নতুন। আমিও তার অ্যাকশনে পরিবর্তন আনতে চাইছি না। উইকেটে তার বল যেন আরও বেশি ঘুরে, সেই চেষ্টাই করছি।’ 

সেপ্টেম্বরে দায়িত্ব নেওয়ার পর টানা ক্রিকেট খেলেছে বাংলাদেশ। এখন সময় পেয়েছেন। তাই পেসারদের সঙ্গে কাজ করছেন ঘষে মেজে আক্রমণাত্মক করতে, ‘সত্যি বলতে, পেসারদের নিয়ে সিরিয়াস কাজ করার এই প্রথম সুযোগ পেলাম। আমি দায়িত্ব নেওয়ার পর টানা ক্রিকেট খেলেছে ওরা। অনেকেই বলাবলি করেছেন, আমি পেসারদের অ্যাকশনে পরিবর্তন এনেছি। কিন্তু বিষয়টি সত্যি নয়। আমি ভুলগুলো শোধরানোর চেষ্টা করেছি। চেষ্টা করছি নির্দিষ্ট কিছু জায়গায় উন্নতি করতে। আমি মনে করি পেসাররা উন্নতি করেছে।’ মাশরাফি ছাড়া দলের সব পেসার খুব অভিজ্ঞ নন। এই অনভিজ্ঞতাই বোলারদের ধারাবাহিকতার মূল বাধা বলেন ওয়ালশ, ‘পেসারদের মূল অস্ত্র হচ্ছে ধারাবাহিকতা। এটা আসে অভিজ্ঞতা থেকে। যতটা প্রয়োজন ছিল, ঠিক ততটা ধারাবাহিক ছিলেন না পেসাররা। এটাও সত্যি, বয়স কম হলেও ওরা কঠোর পরিশ্রম করছে ধারাবাহিকতা ধরে রাখতে।’

দুই টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া আসবে কিনা, এখনো নিশ্চিত নয়। যদিও ক্রিকেট অস্ট্রেলিয়ার পাঁচ সদস্যের নিরাপত্তা পরিদর্শক দল ঢাকায় এসেছেন পরশু রাতে। পরিদর্শক দল আসলেও গোপন ভোটে বাংলাদেশ সফর বয়কটের সিদ্ধান্ত নিয়েছেন স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নাররা। সমস্যার সমাধান শেষে যদি এসেই পড়ে অস্ট্রেলিয়া, তাহলে ২০১৭ সালের আন্তর্জাতিক মৌসুম শুরু হয়ে যাবে বাংলাদেশের। তখনই দেখা যাবে, ওয়ালশের কাছ থেকে কতটা শিখেছেন মুস্তাফিজ, তাসকিনরা।

সর্বশেষ খবর