বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

৩১ বছর পর ম্যারাডোনার স্বীকারোক্তি

ক্রীড়া ডেস্ক

৩১ বছর পর ম্যারাডোনার স্বীকারোক্তি

৮৬’র বিশ্বকাপে আলোচিত সেই গোল

১৯৮৬ সালে বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত বিতর্কিত সেই গোলের পর ৩১ বছর পেরিয়ে গেছে। এখনো এই নিয়ে বিতর্ক যায়নি। এবার দিয়েগো ম্যারাডোনা নিজেই ভুলটা স্বীকার করেছেন। এখন প্রযুক্তির যুগ। ভিডিও এসিস্টেন্ট রেফারি (ভিএআর) এখন ফিল্ড রেফারির ভুল শোধরানোর দায়িত্ব পালন করেন। ম্যারাডোনার যুগে এই পদ্ধতি থাকলে কী হতো! আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তি ফিফা ডট কমকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি বিষয়টা নিয়ে প্রায়ই ভাবি। বিশেষ করে যখন আমি ভিএআরের সমর্থনে কথা বলি। আমার কাছে মনে হয় এই প্রযুক্তির সামনে আমার গোলটা টিকতো না। আমি আপনাদেরকে আরও একটা কথা বলি, ১৯৯০ বিশ্বকাপে আমি হাত দিয়ে একবার বল ক্লিয়ার করেছিলাম সোভিয়েত ইউনিয়নের বিপক্ষের ম্যাচে। আমরা ভাগ্যবান ছিলাম। রেফারি বিষয়টা দেখতে পাননি। কিন্তু এখন অবস্থা ভিন্ন।’ যাক, অবশেষে দিয়েগো ম্যারাডোনা নিজের ভুল স্বীকার করলেন। পাশাপাশি ভিএআর প্রযুক্তিকে জোরাল সমর্থনও দিয়েছেন ম্যারাডোনা। তিনি বলেন, ‘প্রযুক্তির ব্যবহার থাকলে অতীতে বিশ্বকাপে অনেক কিছুই বদলে যেত। এটাই সময় পরিবর্তনের।’ গত ফিফা কনফেডারেশন্স কাপে ভিএআর প্রযুক্তি ব্যবহার করেছে ফিফা। আগামী বছর বিশ্বকাপেও এই প্রযুক্তি ব্যবহারের কথা রয়েছে। তবে অনেকেই এর বিরুদ্ধে সমালোচনা করছেন।

সর্বশেষ খবর