বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা
সাগর পুলে নামবেন আজ

বিশ্ব সাঁতারে হিটে ৪৫তম জুয়েল

ক্রীড়া প্রতিবেদক

বিশ্ব সাঁতারে হিটে ৪৫তম জুয়েল

পদক নয়। বড় ধরনের সুইমিং চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সাঁতারুদের টার্গেট থাকে টাইমিংয়ে উন্নতি করণ। হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত ১৭তম ফিনা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার ব্যাকস্ট্রোকের হিটে জুয়েল আহমেদ বাদ পড়েছেন। টিকতে পারবেন না এ নিয়ে কারও সংশয় ছিল না। কিন্তু অবস্থান ছিল বড্ড লজ্জাকর। ৪৬ জন হিটে অংশ নেন। এর মধ্যে জুয়েল সাঁতার শেষ করেছেন ৪৪ জনের পরে। পেছন থেকে তার অবস্থান দ্বিতীয়। তিনি ১ নম্বর হিটে অংশ নিয়ে সাঁতার কেটেছেন ১:০৩.৫৫ মিনিটে তার পেছনে ছিলেন কেবল মঙ্গোলিয়ার এক সাঁতারু। টাইমিংয়ে বরং আরও অবনতি হয়েছে তার। কানাডার ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে জুয়েলের টাইমিং ছিল ১:০০.৯৮ মিনিট। শনিবার জুয়েল অংশ নেবেন ৫০ মিটার ব্যাকস্ট্রোকে। আজ মাহফিজুর রহমান সাগর পুলে নামবেন ১০০ মিটার ফ্রি স্টাইলে। এস এ গেমসে দুই সোনা জয়ী মাহফুজা খাতুন শিলার ইভেন্ট শনিবার।

সর্বশেষ খবর