বুধবার, ২৬ জুলাই, ২০১৭ ০০:০০ টা

গল টেস্টে শাস্ত্রীর মিশন শুরু আজ

ক্রীড়া ডেস্ক

গল টেস্টে শাস্ত্রীর মিশন শুরু আজ

ঘরের মাঠে পারফরম্যান্স খুব খারাপ তা কিন্তু নয়। যদিও বাংলাদেশের বিপক্ষে হেরেছে প্রথমবারের মতো। বাংলাদেশের শততম টেস্টে হারলেও দ্বীপরাষ্ট্র হোয়াইটওয়াশ করেছে অস্ট্রেলিয়াকে। আজ গলে ভারতের বিপক্ষে টেস্ট খেলতে নামছে শ্রীলঙ্কা। টেস্ট ম্যাচটি দিয়েই অফিশিয়াল মিশন শুরু হচ্ছে রবি শাস্ত্রির হেড কোচ হিসেবে। অনীল কুম্বলে হঠাৎ করেই দায়িত্ব ছেড়ে দেন ভারতীয় ক্রিকেট দলের। এরপর থেকেই ভারতীয় ক্রিকেট বোর্ড নতুন কোচের সন্ধানে ছিল। বীরেন্দর শেবাগ, টম মুডি, রিচার্ড পাইবাসদের পেছনে ফেলে ভারতের হেড কোচ হয়েছেন শাস্ত্রি। টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারত এখন এক নম্বর। বিরাট কোহলিদের নিয়ে র‌্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব ধরে রাখাই এখন মূল কাজ শাস্ত্রির, ‘ছেলেরা তাদের কাজ বেশ ভালোভাবেই করে যাচ্ছে। তারা পেশাদার ক্রিকেটার। মাঠে পিছিয়ে পড়লেও কীভাবে ঘুরে দাঁড়াতে হয়, সেটা ভালো করেই জানে। আমার কাজ হচ্ছে ছেলেদের থেকে সেরাটা বের করে নিয়ে আসা এবং ভয়ডরহীন ক্রিকেট খেলতে পথ দেখানো।’ অবশ্য শাস্ত্রি যখন দলের হেড কোচের দায়িত্ব নিয়েছেন, তখন তার দল আত্মবিশ্বাসের তুঙ্গে। ঘরের মাঠে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে এখন র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে। আত্মবিশ্বাসী কোহলিরা এবার প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে দ্বীপরাষ্ট্রকে। দলটি এখন পুনর্গঠনের মধ্যে দিয়ে হাঁটছে। দলটির মূল অস্ত্র বাঁ হাতি স্পিনার রঙ্গনা হেরাথ। ভারতীয় স্পিনারদের মূল তারকা রবিচন্দন অশ্বিন খেলতে নামবেন ক্যারিয়ারের ৫০ নম্বর টেস্ট।

সর্বশেষ খবর