শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

বিপর্যস্ত লঙ্কানরা

গল টেস্টের দ্বিতীয় দিন

ক্রীড়া ডেস্ক


বিপর্যস্ত লঙ্কানরা

শ্রীলঙ্কার উইকেট পতনের পর ভারতীয় ক্রিকেটারদের উল্লাস —এএফপি

কাঁটায় কাঁটায় ৬০০ রান করেছে ভারত তাদের প্রথম ইনিংস। শ্রীলঙ্কার মাটিতে কোহলিদের এটি দ্বিতীয় সর্বোচ্চ রানের স্কোর। ব্যাটসম্যানদের পর ভারতের বোলাররাও শ্রীলঙ্কার ওপর চড়াও হয়েছেন। দিন শেষে ৫ উইকেট হারিয়ে ১৫৪ রান করেছে স্বাগতিকরা। এখনো ভারতের প্রথম ইনিংসের চেয়ে ২৪৭ রানে পিছিয়ে শ্রীলঙ্কা। গল টেস্ট এখন ভারতের নিয়ন্ত্রণে। আগের দিনের ৩৯৯ রানের সঙ্গে গতকাল আরও ২০১ রান যোগ করেছে ভারত। ১৫৩ রানের ইনিংস খেলেছেন চেতেশ্বর পূজারা। আগের দিন ১৯০ রান করে আউট হয়েছিলেন শেখর ধাওয়ান। মিডল অর্ডারে দাপুটে ব্যাটিং করেছেন অজিঙ্কা রাহানে। ৫৭ রান করেছেন তিনি। হাফ সেঞ্চুরি করেছে হারদিক পান্ডিয়া। লঙ্কান বোলার নুয়ান প্রদ্বীপ ১৩২ রানে নিয়েছেন ৬ উইকেট। ভারতের বোলারদের কাছেও নাস্তানাবুদ হয়েছে শ্রীলঙ্কা। ভারতীয় বোলারদের নিখুঁত লাইনলেন্থে করা বোলিংয়ে তারা দিশেহারা হয়ে যান। গতকাল তাদের পাঁচ উইকেটের পতন ঘটে। মোহাম্মদ সামী নিয়েছেন দুই উইকেট। একটি করে উইকেট পেয়েছেন উমেশ যাদব ও রবিচন্দ্রন অশ্বিন। লঙ্কান ব্যাটসম্যানদের মধ্যে হাফ সেঞ্চুরি করেছেন উপুল থারাঙ্গা ও অ্যাঞ্জেলো ম্যাথুস। ওপেনার থারাঙ্গা ৬৪ রানে আউট হলেও ৫৪ রানে অপরাজিত রয়েছে ম্যাথুস। তার ব্যাটের দিকেই তাকিয়ে আছে লঙ্কানরা।

শ্রীলঙ্কার সামনে আজ ফলোঅনে পড়ার আশঙ্কা। এখনো তাদের আরও ৪৮ রান করতে হবে ফলোঅন এড়াতে। আগের সিরিজে জিম্বাবুয়ের কাছেই নাভিশ্বাস উঠে গিয়েছিল লঙ্কানদের। এবার ভারতের সামনে বিবর্ণ শ্রীলঙ্কা। অথচ কিছুদিন আগেও লঙ্কানদের তাদের ঘরের মাঠে হারানো কঠিন ছিল। গত বছর অস্ট্রেলিয়াকেই ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল লঙ্কানরা। কিন্তু এবার ভিন্ন চিত্র।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর