শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

আদালতে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া!

ক্রীড়া ডেস্ক


আদালতে যাবে ক্রিকেট অস্ট্রেলিয়া!

সংবাদ সম্মেলনে জেমস সাদারল্যান্ড

অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ক্রিকেট বোর্ডের দ্বন্দ্ব মেটেনি। যতই দিন যাচ্ছে সমস্যা ততই প্রকট হচ্ছে। অস্ট্রেলিয়া ‘এ’ দক্ষিণ আফ্রিকা সফর বাতিল করেছে। এবার স্মিথরা বাংলাদেশ সফর বয়কট করার কথা জানিয়ে দিয়েছেন বোর্ড। আর্থিক বিষয়টি নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াও নিজেদের অবস্থানে অনড়। তারাও ছাড় দিতে রাজি নয়। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানিয়ে দিয়েছেন, আগামী সপ্তাহের মধ্যে সব কিছু মিটমাট না হলে তারা আদালতের শরণাপন্ন হবেন। গতকাল মেলবোর্নে সাদারল্যান্ড বলেছেন, ‘আমাদের পরিস্থিতিটা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। ক্রিকেট মাঠে গড়ানো উচিত। সামনের মৌসুমে রোমাঞ্চকর ক্রিকেট অপেক্ষা করছে। তাই দ্রুত খেলোয়াড়দের খেলা উচিত।’ ক্রিকেটারদের কাজে না ফেরার জন্য ক্রিকেটারদের সংগঠন এসিএকেই দায়ী করেছেন সাদারল্যান্ড। তিনি বলেন, ‘এসিএ যে প্রস্তাব দিয়েছে সেটি কেবল বাংলাদেশ সফরকেই ক্ষতিগ্রস্ত করবে না, ভারত সফরও ক্ষতিগ্রস্ত করবে। এমনি কি অ্যাসেজ সিরিজও ক্ষতিগ্রস্ত হতে পারে।’

এখন অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের সঙ্গে কোনো ক্রিকেটারের চুক্তি নেই। তাই একদিকে যেমন ক্রিকেটাররা বেকার হয়ে পড়েছেন, অন্যদিকে বোর্ড চাইলেও ক্রিকেটারের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নিতে পারবে না। সে কারণেই দিন দিন বিষয়টি আরও জটিল হয়ে যাচ্ছে। তবে সিএ প্রধান মনে করেন, ক্রিকেটারদের দ্রুত চুক্তিতে আসা উচিত। তাদের কাজ কেবল খেলাধুলা করা। সেদিকেই বেশি মনোযোগী হওয়া উচিত। তবে সাদারল্যান্ড সম্ভাবনার কথাও শুনিয়েছেন। তার বিশ্বাস আগামী সপ্তাহেই সব কিছু মিটমাট হয়ে যাবে। সাদারল্যান্ড বলেন, ‘আশা করছি আগামী সপ্তাহের মধ্যেই সব কিছু সমাধান হয়ে যাবে। এজন্য দুই পক্ষকেই এক সঙ্গে বসতে হবে।’ ক্রিকেটারদের সঙ্গে বোর্ডের চুক্তির মেয়াদ শেষ হয়েছে গত ৩০ জুন। ক্রিকেটারদের সঙ্গে নতুন চুক্তি করার আগে চুক্তিতে বেশ কিছু পরিবর্তন এনেছিল সিএ। নতুন চুক্তি অনুযায়ী, বোর্ডের চুক্তিবদ্ধ সব ক্রিকেটার বোর্ডের আয়ের অংশ পাবেন না। কেবল মাত্র জাতীয় দলের ক্রিকেটাররাই বোর্ডের আয়ের অংশ পাবেন। কিন্তু এই শর্ত মানতে রাজি নন ক্রিকেটাররা। তাদের দাবি, অর্থের অংশ আগের মতোই বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ২৩০ ক্রিকেটারই পাক।  আর এই বিষয়টি নিয়েই দুই মেরুতে সিএ ও এসিএ। তবে আগামী সপ্তাহে কোনো সমঝোতা না হলে বাংলাদেশ সফর হুমকির মধ্যে পড়ে যাবে।

সর্বশেষ খবর