শুক্রবার, ২৮ জুলাই, ২০১৭ ০০:০০ টা

লর্ডস অনার্স বোর্ডে মহিলা ক্রিকেটাররা

ক্রীড়া ডেস্ক

ঐতিহাসিক লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের অনার্স বোর্ডে শুধু পুরুষ ক্রিকেটারদের নাম লেখা থাকত। কিন্তু ইংল্যান্ডের মেয়েরা চতুর্থবারের মতো বিশ্বকাপ জয়ের পর লর্ডসে মহিলা ক্রিকেটারদের নাম লেখার কথা ঘোষণা করেছেন মেরিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। ক্লাবটির প্রধান নির্বাহী ডেরেক ব্রেয়ার বলেন, ‘অনার্স বোর্ডে আমরা সব ওয়ানডে ক্রিকেটারদের নাম লেখানোর কথা চিন্তা করছি। বাস্তবতার কারণেই এটি করতে হবে। এখন পুরুষ ক্রিকেটারদের পাশাপাশি মহিলা ক্রিকেটারদের নাম লেখা হবে।’ লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মহিলা বিশ্বকাপের ফাইনালে ভারতকে হারিয়ে চতুর্থবারের মতো বিশ্বকাপের শিরোপা জিতেছে ইংল্যান্ড। এরপর থেকেই এমসিসি তাদের সিদ্ধান্ত বদলে ফেলে। কোনো ব্যাটসম্যান লর্ডস গ্রাউন্ডে সেঞ্চুরি করলে কিংবা কোনো বোলার যদি এক ম্যাচে ৫ উইকেট পায় তার নাম লেখা হয় অনার্স বোর্ডে। এতদিনে মহিলা ক্রিকেটারদের নাম লেখা হতো না। কিন্তু ইংল্যান্ডের মেয়েরা বিশ্বকাপ জয়ের পর এমসিসির চেয়ারম্যান জেরার্ড কোরবেট বলেছিলেন, ‘লর্ডসে পরিবর্তন আসছে’।

সর্বশেষ খবর