শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

ঘাম ঝরানো জয় আবাহনীর

ক্রীড়া প্রতিবেদক

ঘাম ঝরানো জয় আবাহনীর

সাইফ স্পোর্টিংয়ের বিপক্ষে গোল করার পর এমেকা ডার্লিংটনকে ঘিরে উৎসবে মেতে ওঠেন ঢাকা আবাহনীর ফুটবলাররা —বাংলাদেশ প্রতিদিন

দেশের ফুটবলকে এগিয়ে নিতে ২০০৭ সালে চালু হয় বাংলাদেশ পেশাদার ফুটবল লিগ। দেখতে দেখতে এবার দশম বছরে পা রেখেছে পেশাদার লিগ। লিগের সবচেয়ে সফল দল আবাহনী। শিরোপা জিতেছে সর্বোচ্চ পাঁচবার। এরপর শেখ জামাল ধানমন্ডি ক্লাব তিনবার এবং একবার জিতেছে শেখ রাসেল ক্রীড়া চক্র। এবারও দল তিনটিই শিরোপার অন্যতম দাবিদার। তবে শিরোপা জেতার জন্য দল গড়েছে সাইফ স্পোর্টিং, মুক্তিযোদ্ধা, চট্টগ্রাম আবাহনী। কিন্তু সত্যিকার অর্থে কোন দল শিরোপা জিতবে, মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বলা যাবে না। অবশ্য সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন আবাহনী যে শিরোপা জেতার জন্য মরিয়া, গতকাল লিগের উদ্বোধনী ম্যাচেই প্রমাণ রেখেছে নবাগত সাইফ স্পোর্টিংকে হারিয়ে। আবাহনীর ৩-২ গোলে জয়ের ম্যাচের নায়ক এমেকা ডার্লিংটন জোড়া গোল করেন।

পেশাদার লিগ ১০ বছরে পা রাখলেও কতটুকু এগিয়েছে দেশের ফুটবল? চুলচেরা বিশ্লেষণ করে কেউই ইতিবাচক কিছু বলতে পারছেন না। যে ভুটানকে হেসে খেলে হারাত বাংলাদেশ, সেই দলের সঙ্গে মাথা নিঁচু করে মাঠ ছাড়তে হয়। র্যাংকিংয়ে এখন নামতে নামতে ১৯০-এ এসে ঠেঁকেছে। কিছুদিন আগে ফিলিস্তিনে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে গোল খেয়েছে ১৩টি! প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছে মাত্র একটি। তারপরও ক্রীড়াপ্রেমী বাঙালি এখনো ফুটবলের জাগরণের স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন নিয়েই গতকাল মাঠে গড়ায় পেশাদার লিগ। গত আসরের চ্যাম্পিয়ন আবাহনী শুভ সূচনা করেছে ঠিকই। এজন্য ঘাম ঝরাতে হয়েছে ধানমন্ডি পাড়ার দলটিকে। হারলেও নবাগত সাইফ লড়াই করেছে সমানে সমানে। বিশেষ করে দুই দুবার পিছিয়ে পড়েও দলটি ম্যাচে ফিরেছে। কিন্তু শেষ মুহূর্তে আবাহনীর কৌশলের কাছে হেরে যায় নবাগত দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে লিগের উদ্বোধনী ম্যাচের শুরুতে আবাহনীকে চাপে রাখে নবাগত সাইফ স্পোর্টিং। ১৮ মিনিটে ডি বক্সের মাথা থেকে কলম্বিয়ান স্ট্রাইকার অ্যাম্বের আর্লে ভালেন্সিয়ার আচমকা নেওয়া শট শেষ মুহূর্তে রক্ষা করেন আবাহনীর গোলরক্ষক শহীদুল আলম সোহেল। ওই আক্রমণের পর ধীরে ধীরে ঘুরে দাড়ায় বর্তমান চ্যাস্পিয়নরা। ২১ মিনিটে সুযোগ কাজে লাগায় আবাহনী। ইমন বাবুর কর্নারে বল পেয়ে ওয়ালী ফয়সালের নিখুঁত ক্রস করেন। তাতে হেডে আবাহনীকে এগিয়ে নেন নাইজেরিয়ান স্ট্রাইকার এমেকা ডার্লিংটন (১-০)। গোল খেয়ে বিপাকে পড়ে যায় সাইফ স্পোর্টিং। ৮ মিনিট পর গোল সংখ্যা দ্বিগুণ করে আবাহনী। ২৯ মিনিটে সাদউদ্দিন ও এমেকা নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে ঢুকে পড়েন প্রতিপক্ষের বক্সে। সাদউদ্দিনকে থামাতে সাইফের ডিফেন্ডার রহমত মিয়া ফাউল করলে পেনাল্টির নির্দেশ দেন রেফারি মিজানুর রহমান। এমেকা ঠাণ্ডা মাথায় গোলসংখ্যা দ্বিগুণ করেন (২-০)।  দুই গোলে এগিয়ে যাওয়ার পর ম্যাচের গতি বাড়িয়ে দেয় বর্তমান চ্যাম্পিয়নরা। প্রথমার্ধের শেষ দিকে আরও একটি গোলের সুযোগ সৃষ্টি করে। ৪২ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ হাতছাড়া করেন আবাহনীর মিডফিল্ডার সোহেল রানা। ডান প্রান্ত থেকে ওয়ালী ফয়সালের পাসে শুধু পা ছোঁয়ালেই গোল হতো। কিন্তু সেটা কাজে লাগাতে পারেননি সোহেল। ফলে তিন নম্বর গোলের দেখা পায়নি আবাহনী। উল্টো ইনজ্যুরি টাইমে গোল খেয়ে বসে। ডান প্রান্ত থেকে ভেসে বলে তপু বর্মণ হেডে আবাহনীর জালে পাঠিয়ে ব্যবধান কমান (২-১)। দ্বিতীয়ার্ধে ঘুরে দাড়ায় সাইফ স্পোর্টিং। আবাহনী যেন প্রথমার্ধের ছায়া হয়ে পড়ে। নবাগত দলটির মুহুর্মুহু আক্রমণে খেই হারিয়ে ফেলে আবাহনী। ৪৯ মিনিটে সমতা আনে নবাগত দলটি। কলম্বিয়ান ডেইনারের ক্রসে মিডফিল্ডার জুয়েল রানার হেড জড়ায় জালে (২-২)। সমতা আসার পর দুই দলই গোলের জন্য আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। এরমধ্যে ৮৪ মিনিটে রায়হানের লম্বা থ্রোতে ডিফেন্ডার নাসিরুদ্দিন হেড করে আবাহনীর জয় নিশ্চিত করেন (৩-২)। গতকাল খেলা শুরু হয়েছে সাড়ে ৪টায়। আজ থেকে সময়ের পরিবর্তন আনা হয়েছে। প্রথম ম্যাচ শুরু হবে বিকাল ৫টায় এবং দ্বিতীয়টি রাত সোয়া ৭টায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর