শনিবার, ২৯ জুলাই, ২০১৭ ০০:০০ টা

তাহলে অস্ট্রেলিয়া আসছে!

ক্রীড়া প্রতিবেদক

তাহলে অস্ট্রেলিয়া আসছে!

সব সংশয় দূর করে দুই টেস্ট সিরিজ খেলতে তাহলে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া! যদিও ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) এখন পর্যন্ত সিরিজের ভবিষ্যৎ নিয়ে আগাম কোনো কথা বলেনি। তারপরও আর্থিক লভ্যাংশের বণ্টন নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ও স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের বিপরীতমুখী অবস্থানের জন্য ভেস্তে যাওয়ার পথে সিরিজ। তবে পাঁচ সদস্যের অস্ট্রেলিয়ান প্রতিনিধি দল বাংলাদেশ সফর করে যাওয়ার পর এখন পালে সুবাতাস লেগেছে। ঢাকা ও চট্টগ্রামের ভেন্যু পরিদর্শন শেষে পরিদর্শন দল নিরাপত্তা ও লজিস্টিক সাপোর্ট নিয়ে ইতিবাচক কথা বলবে। চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ভেন্যু পরিদর্শন শেষে অস্ট্রেলিয়ার ম্যানস টিম ম্যানেজার গ্যাভিন ডুভে মিডিয়াকে জানিয়েছেন, অস্ট্রেলিয়া ফিরে তারা ইতিবাচক রিপোর্টই জমা দেবেন। আশা করছেন, স্মিথরাও সফর করবেন। সফরকারী অস্ট্রেলিয়ান প্রতিনিধিরা ছিলেন- ক্রিকেট অস্ট্রেলিয়ার সিনিয়র ম্যানেজার টিম অপারেশন্স অ্যাডাম ফ্রেশার, ম্যানস টিম ম্যানেজার গেভিন ডুভে, সিকিউরিটি অ্যান্ড অ্যান্টিকরাপশন ম্যানেজার শ্যন ক্যারল, ম্যানস টিম সিকিউরিটি ম্যানেজার ফ্রাঙ্ক ডিমাসি এবং অস্ট্রেলিয়া ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রতিনিধি নিকোলাস চার্লস পেলিসার কোটনি। সোমবার রাতে ঢাকায় আসে প্রতিনিধি দল। মঙ্গলবার সকালে প্রতিনিধিরা পুলিশ সদর দফতরে নিরাপত্তা বিষয়ে কথা বলেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে। এরপর বিকালে মিরপুর স্টেডিয়াম পরিদর্শন করেন। বৃহস্পতিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করে ভেন্যু পরিদর্শন শেষে ক্রিকেট অস্ট্রেলিয়ার ম্যানস টিম ম্যানেজার গ্যাভিন ডুভে মিডিয়ার মুখোমুখিতে বলেন, ‘অস্ট্রেলিয়ার বাংলাদেশ সফর উপলক্ষে আয়োজকদের নিরাপত্তা ব্যবস্থার পরিকল্পনা দেখে আমরা সন্তুষ্ট। নিরাপত্তাজনিত কোনো বিষয়ে আমাদের আপত্তি নেই। দুই টেস্ট ম্যাচ সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রামের ভেন্যুর প্রস্তুতি ও সার্বিক সুযোগ-সুবিধা দেখে আমরা সন্তুষ্ট। এ জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিশেষভাবে ধন্যবাদ।’ শুধু সন্তোষ প্রকাশই করেননি ডুভে। তিনি জানিয়েছেন, অস্ট্রেলিয়া ফিরে গিয়ে স্মিথ, ওয়ার্নারদের ইতিবাচক খবরও দেবেন সফরের বিষয়ে, ‘টেস্ট সিরিজ আয়োজনে কোনো ধরনের কমতি রাখেনি বিসিবি। দেশে ফিরে আমরা বাংলাদেশ সফরের ব্যাপারে ইতিবাচক রিপোর্টই দেব। আশা করছি, ঠিক সময় বাংলাদেশ সফরে আসবে স্মিথ-ওয়ার্নাররা। সফর নিয়ে এখন আর কোনো বাধা দেখছি না।’ দুই টেস্ট সিরিজ খেলতে ১৮ আগস্ট ঢাকায় পা রাখার কথা অস্ট্রেলিয়ার। সিরিজ খেলার আগে ফতুল্লা স্টেডিয়ামে ২২-২৩ আগস্ট একটি দুদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে। মিরপুর স্টেডিয়ামে প্রথম টেস্ট ২৭-৩১ আগস্ট এবং দ্বিতীয় টেস্ট ৪-৮ সেপ্টেম্বর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর