সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

সব আসরই চ্যালেঞ্জের

ক্রীড়া প্রতিবেদক

সব আসরই চ্যালেঞ্জের

সাকিব আল হাসান

সিপিএল খেলতে সাকিবের দেশ ছাড়ার কথা ছিল শনিবারই। কিন্তু সময়মত ভিসা না পাওয়ায় যাওয়া হয়নি তার। তবে যে কোনো সময় সাকিব উড়তে পারেন আকাশে। শনিবার না যাওয়ায় রবিবার মিরপুরে অনুশীলন করে সময়টা কাটিয়েছেন সাকিব। অনুশীলন নয়, কাল বিশ্বসেরা অলরাউন্ডার কথা বলেছেন মিডিয়ার সঙ্গেও। সাংবাদিকদের সঙ্গে বেশ খোশমেজাজেই ছিলেন সাকিব। আইপিএল, সিপিএল, পিএসএল তিন ফ্রাঞ্চাইজি প্রসঙ্গ উঠে আসে। আগামীদিনের লক্ষ্য ও পরিকল্পনা কি? অনেক কথার ভিড়ে সাকিব জানিয়ে দিলেন, শুধু আইপিএল নয়, সিপিএল অন্যরকম মুগ্ধতা আছে তার। সাকিব বলেন, আইপিএলে খেলার অন্যরকম একটা চার্ম আছে। তবে ওই আসরে চ্যালেঞ্জটাও বেশি। প্রথমত ১০ জন বিদেশি দলে থাকে। সেই ১০ জন থেকে চারজনকে দলে সুযোগ করে দেওয়া সহজ নয়। তাই প্রথম লক্ষ্য থাকে একাদশে জায়গা করে নেওয়া। আর ১১ জনের মধ্যে থাকতে পারলে লক্ষ্য থাকে ভালো খেলার। তা না হলে জায়গা হারাতে হবে।

সিপিএলে আবার দলে যে থাকছি এটা আগেই জানা যায়। আপনি জানেন আপনি দলে সুযোগ পাচ্ছেন। তাই আইপিএলের তুলনায় চাপ থাকে কম। লক্ষ্য থাকে ভালো খেলা। এটা জরুরি হয়ে দাঁড়ায় দল ও নিজের জন্য। এত অর্থ দিয়ে আমাকে নিয়েছে, এখনতো তাদের ভালো কিছু না দিলে বেমানান দেখায়। তবে সিপিএল উপভোগ করি অন্যভাবে। দ্বীপপুঞ্জের নৈসর্গিক সৌন্দর্য যা পৃথিবীর আর কোথাও নেই। সব মিলিয়ে দারুণ একটা সময় পাড় করি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর