সোমবার, ৩১ জুলাই, ২০১৭ ০০:০০ টা

এল ক্ল্যাসিকো জিতে চ্যাম্পিয়ন বার্সা

ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপ

ক্রীড়া ডেস্ক

এল ক্ল্যাসিকো জিতে চ্যাম্পিয়ন বার্সা

মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকো লড়াই। লা লিগা, কোপা দেল রে কিংবা চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চ নয়। ভিন্ন মঞ্চ হলেও এর গুরুত্ব কোনো অংশেই কম ছিল না। গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ আর লা লিগা জিতে অনেকটা এগিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। তবে রোনালদো না থাকায় কিছুটা দুর্বলও ছিল জিনেদিন জিদানের আক্রমণভাগ। ফিনিশিংয়ের অভাব তো পুরো ম্যাচেই চোখে পড়েছে। অন্যদিকে মেসি-নেইমাররা দুর্দান্ত পারফরম্যান্স করেছেন ম্যাচে। মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোটা ৩-২ গোলে জিতে নিয়েছে বার্সেলোনা। এ জয়ের ফলে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপ জয় করল কাতালানরা। গত মৌসুমে এল ক্ল্যাসিকোতে আধিপত্য দেখিয়েছিল বার্সেলোনা। এবারও মৌসুম শুরু হওয়ার আগেই নিজেদের আধিপত্য প্রমাণ করল ভালভারদের দল। রোমাঞ্চকর এক লড়াই। কখনো এগিয়ে যাচ্ছে বার্সেলোনা। আবার মুহূর্তেই সমতায় ফিরছে রিয়াল মাদ্রিদ। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এই ইঁদুর-বিড়াল দৌড় শেষ পর্যন্ত কাতালানদের জয়ে শেষ হলেও ম্যাচটা ছিল দুর্দান্ত। অন্তত ভক্তদের জন্য উৎসবমুখর অসংখ্য মুহূর্ত উপহার দিয়েছে দুই দল। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় সকাল ছয়টার দিকে শুরু হওয়া ম্যাচে দুই দলই নামে শক্তিশালী একাদশ নিয়ে। বার্সেলোনার আক্রমণে লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে যথারীতি ছিলেন পিএসজিতে যাওয়া নিয়ে ‘দোটানার’ মধ্যে থাকা নেইমার। রোনালদো না থাকলেও করিম বেনজেমা ও গ্যারেথ বেলের সঙ্গে রিয়ালের আক্রমণভাগে ছিলেন মার্কো আসেনসিও। উত্তেজনার পারদ অনেকটাই চড়েছিল। তবে ম্যাচের তৃতীয় মিনিটেই লুকা মডরিচকে কাটিয়ে দুর্দান্ত এক গোল করেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। গোলরক্ষক কেইলর নাভাসের কিছুই করার ছিল না। চার মিনিট পরই ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ন তারকা আইভান রাকিটিচ। অবশ্য ম্যাচে ফিরতে বেশি সময় লাগেনি ইউরোপীয়ান চ্যাম্পিয়নদের। ম্যাচের  মিনিটে ডি-বক্সের প্রান্ত থেকে গোল করে ব্যবধান কমান মাতেও কোভাচিচ। ৩৬তম মিনিটে জিনেদিন জিদানের ভরসার প্রতিদান দেন আসেনসিও। ডি-বক্সে বল পেয়ে কাছের পোস্ট দিয়ে নিচু শটে সহজেই সিলেসেনকে পরাস্ত করেন স্পেনের এই খেলোয়াড়। ২-২ সমতায় ফিরে রিয়াল মাদ্রিদ। তবে ৫০তম মিনিটে জেরার্ড পিকের গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৩-২ ব্যবধানেই শেষ পর্যন্ত জয় পায় কাতালানরা।

সর্বশেষ খবর