বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ম্যানইউতে খেলবেন বোল্ট!

ক্রীড়া ডেস্ক

ম্যানইউতে খেলবেন বোল্ট!

সর্বকালের সেরা অ্যাথলেট হিসেবে উসাইন বোল্টের নাম এখন শীর্ষে। টানা তিনটি অলিম্পিকে তিনটি করে স্প্রিন্ট জিতে তিনি এখন জীবন্ত কিংবদন্তি। ৩০ বছর বয়সী এই জ্যামাইকান তারকা কেবল ট্র্যাকেই নন, ফুটবলেও নাকি দারুণ। ম্যানচেস্টার ইউনাইটেডের দারুণ ভক্ত বোল্ট। ওল্ড ট্র্যাফোর্ডে খেলার ব্যাপারে এর আগেও বেশ কয়েকবার আশাবাদ ব্যক্ত করেছেন তিনি। ম্যানইউর মতটা অবশ্য জানা যায়নি। তবে বোল্টের মতো মহাতারকাকে পেলে যে কোনো ক্লাবই তো লুফে নিবে। বোল্ট দলে থাকলে ফোকাসটাও থাকবে ক্লাবের উপর। এ মাসেই ক্যারিয়ারের শেষ দৌড়টা দিবেন বোল্ট। লন্ডনে অনুষ্ঠেয় অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপে আবারও দেখা যাবে বোল্ট ঝলক। এরপরও তিনি যোগ দিতে চান ম্যানইউতে। বোল্ট বলেন, ‘সবাই জানে আমি সব সময়ই ফুটবল খেলার ব্যাপারে কথা বলি। আমি মরিনহোর ডাকের অপেক্ষায় আছি। আমি মনে করি শেষ দিন পর্যন্ত তিনি আমার জন্য অপেক্ষা করবেন।’ এদিকে বোল্ট আবারও অ্যাথলেটদের প্রতি আহ্বান জানিয়েছেন, ডোপকে প্রত্যাখ্যান করার জন্য। তিনি বলেন, ‘ডোপিং নিয়ে আপনি কখনোই সুখী হতে পারেন না। এটা ক্রীড়ার জন্য ভালো নয়। তবে অনেক বছর ধরে আমরা ভালো কাজ করছি। এটা পরিষ্কার হচ্ছে এবং আমরা অনেক অ্যাথলেটকে ধরছি। একটা বিষয় বুঝতে হবে যে আপনি যদি ধোঁকা দেন তাহলে আপনি ধরা পড়বেন।’

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর