বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ফারইস্ট-গ্রিন ইউনিভার্সিটি ফাইনালে মুখোমুখি

আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

সাবেক ফুটবলারদের সংগঠন সোনালী অতীতের উদ্যোগে ওয়ালটন আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পর্দা নামছে আজ। বিকাল ৪টায় কমলাপুর বীরশ্রেষ্ঠ সিপাহী শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালে লড়বে ফারইস্ট ও গ্রিন ইউনিভার্সিটি। হামিম গ্রুপের চেয়ারম্যান একে আজাদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করবেন। এ সময় গত বছর জুলাই মাসে গুলশান হলি আর্টিজেন রেস্টুরেন্টে জঙ্গি হামলায় নিহত ফারাজের মা সিমিন হোসেন, আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক হারুনুর রশিদ, শেখ জামাল ধানমন্ডি ক্লাবের গভর্নিং বডির চেয়ারম্যান মনজুর কাদের উপস্থিত থাকবেন।

উল্লেখ্য নিহত ফারাজের নামে এ টুর্নামেন্ট হচ্ছে। গতকাল টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। টুর্নামেন্ট কমিটির সদস্যসচিব সাবেক নন্দিত ফুটবলার শেখ মো. আসলাম বলেন, এই টুর্নামেন্টে যে সাড়া পড়েছে তাতে আমরা অভিভূত। টুর্নামেন্টটি নিয়মিতভাবে করার আশা রাখি। ভবিষ্যতে এখান থেকে নতুন ফুটবলারের সন্ধান মিলবে। টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ২ লাখ ও রানার্সআপ ১ লাখ টাকা পাবে।

সর্বশেষ খবর