শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

পূজারা-রাহানের সেঞ্চুরিতে ভারতের দিন

ক্রীড়া ডেস্ক


পূজারা-রাহানের সেঞ্চুরিতে ভারতের দিন

গলের মতো কলম্বোতেও ভারতের ব্যাটসম্যানরা বইয়ে দিচ্ছেন রানের সে াত। প্রথম দিনেই ৩৪৪ রান করেছেন সফরকারীরা। অপরাজিত সেঞ্চুরি করেছেন ভারতের চেতেশ্বর পূজারা ও অজিঙ্কা রাহানে। যেন প্রথম দিনই ম্যাচের লাগাম টেনে ধরেছেন কোহলিরা! যদিও টেস্টে প্রথম দিনের খেলা দেখে বোঝার উপায় নেই, কোন দল ম্যাচটি নিয়ন্ত্রণ করতে যাচ্ছে! তবে ভারত মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৪৪ রান করায় এটা বলা যায় যে, কলম্বো টেস্টের প্রথম দিনটি ছিল ভারতের। পূজারা করেছেন ১২৮ রান। রাহানে ১০৩। দুই ব্যাটসম্যানই নট আউট। গতকাল এই জুটিতে এসেছে অপরাজিত ২১১ রান। আগের ম্যাচের সেঞ্চুরিয়ন শেখর ধাওয়ান গতকাল ব্যাটিং শুরু করেছিলেন ওয়ানডে স্টাইলে। তাকে অনুসরণ করে আরেক প্রান্তে লোকেশ রাহুলও ব্যাট চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ৫৬ রানের মাথায় পেরেরার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে যান তিনি। ৩৭ বলে করেছেন ৩৫ রান। তবে লোকেশ রাহুল ঠিকই হাফ সেঞ্চুরি আদায় করে নিয়েছেন। ইনজুরি কাটিয়ে ফিরেও এসেও দারুণ ব্যাট করছিলেন লোকেশ। কিন্তু ৫৭ রানের মাথায় রান আউট হয়ে যান। তারপর অধিনায়ক বিরাট কোহলির সঙ্গে পূজারার জুটি। তবে এ ম্যাচে অপয়া-১৩’র মায়াজালে আটকে যান কোহলি। ১৩৩ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে আউট করে কলম্বোতে ভিন্ন কিছু দেখানোর ইঙ্গিত দিয়েছিলেন লঙ্কানরা। কিন্তু লাভ হয়নি। লাঞ্চের পর কোহলির উইকেট ছাড়া আর কোনো উইকেট নিতে পারেনি হেরাথরা। পূজারা ও রাহানে মিলে লঙ্কান বোলারদের ভীষণ ভুগিয়েছে। পূজারা ২২৫ বলে করেছেন ১২৮ রান। ১০টি বাউন্ডারির সঙ্গে একটি বিশাল ছক্কা। রাহানের ইনিংসটি খেলেছেন ১৬৮ বলে। বাউন্ডারি ছিল ১২টি। দুই ব্যাটসম্যানই আজ ফ্রেশ হয়ে নতুন করে শুরু করবেন। সকালের সেশনে দ্রুত উইকেট ফেলতে না পারলে লঙ্কান বোলারদের জন্য হয়তো দুর্গতিই অপেক্ষা করছে।

সর্বশেষ খবর