শুক্রবার, ৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ফেবারিট শেখ রাসেলের সামনে ব্রাদার্স ইউনিয়ন

ক্রীড়া প্রতিবেদক

গেল লিগে ভালো করতে পারেনি। প্রথম চার ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয়েছিল শেখ রাসেল ক্রীড়া চক্রকে। এবার শেখ রাসেল শেখ রাসেল রূপেই। সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার লিগে বড় জয় দিয়েই লিগ শুরু করেছে তারা। মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে ৩-০ গোলে পরাজিত করে পুরো পয়েন্ট সংগ্রহ করেছে।

আজ দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামবে মানিকের শিষ্যরা। প্রতিপক্ষ গোপীবাগের ব্রাদার্স ইউনিয়ন। তারুণ্যনির্ভর হলেও শেখ  রাসেল ব্যালেন্সড দল গড়েছে। সেই তুলনায় ব্রাদার্স বেশ পিছিয়ে। প্রথম ম্যাচে তারা টিম বিজেএমসির সঙ্গে ড্র করেছে। এক সময়ে ব্রাদার্সকে ঘরোয়া ফুটবলে অন্যতম সেরা দল বলা হতো। মোহামেডান, আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে শক্তিশালী দল গড়তো। এখন সেই অবস্থা নেই। তারপরও বড় দলের পয়েন্ট নষ্ট করতে তাদের জুড়ি নেই।

আজকের ম্যাচে শেখ রাসেল নিঃসন্দেহে ফেবারিট দল। তবুও কোচ মানিক প্রতিপক্ষকে হাল্কা চোখে দেখছেন না। জিততে হলে সেরা খেলাটা দিতে হবে। আত্মবিশ্বাস ধরে রাখতে জয়ের কোনো বিকল্প নেই। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে রহমতগঞ্জ ও মুক্তিযোদ্ধা লড়বে। শেখ রাসেলের ম্যাচ সন্ধ্যা সোয়া ৭টায়।

সর্বশেষ খবর