শনিবার, ৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেসি রোনালদোর পাশে নেই নেইমার

ক্রীড়া ডেস্ক

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গত মৌসুমে ভালোই পারফর্ম করেছেন নেইমার। তবে পজিশন ভিত্তিক দল মৌসুমের সেরা দল গঠনের ক্ষেত্রে উয়েফা নেইমারকে গুরুত্ব দেয়নি। স্ট্রাইকিং পজিশনে মেসি ও রোনালদোর সঙ্গে স্থান পেয়েছেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা পাওলো দিবালা। গত বছর ক্রিস্টিয়ানো রোনালদোর দুর্দান্ত পারফরম্যান্সে টানা দ্বিতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জয় করে জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদ। তারা লা লিগাও জয় করে। অন্যদিকে বার্সেলোনা কেবল কোপা দেল রে কাপ জয় করে। তবে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির পারফরম্যান্স ছিল দারুণ। রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন হওয়ায় সেরা দলে বেশিরভাগই রিয়াল মাদ্রিদের। ৬ জনই রিয়ালের। রানার্সআপ দল জুভেন্টাসের আছে তিন জন। এছাড়া বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ ও অ্যাটলেটিকো মাদ্রিদের একজন করে ফুটবলার এ তালিকায় স্থান পেয়েছে।

মৌসুমের সেরা দল:

গোলরক্ষক : জিয়ানলুইগি বুফন (জুভেন্টাস), ম্যানুয়েল নিউয়ার (বায়ার্ন মিউনিখ), ইয়ান ওবল্যাক (অ্যাটলেটিকো মাদ্রিদ)।

ডিফেন্ডার: লিওনার্দো বোনুচ্চি (জুভেন্টাস, বর্তমানে এসি মিলান), মার্সেলো (রিয়াল মাদ্রিদ), সার্জিও রামোস (রিয়াল মাদ্রিদ)।

মিডফিল্ডার: কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), টনি ক্রুজ (রিয়াল মাদ্রিদ), লুকা মডরিচ (রিয়াল মাদ্রিদ)।

ফরোয়ার্ড: পাওলো দিবালা (জুভেন্টাস), লিওনেল মেসি (বার্সেলোনা), ক্রিস্টিয়ানো রোনালদো (রিয়াল মাদ্রিদ)।

সর্বশেষ খবর