মঙ্গলবার, ৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সাঁতারে রেকর্ড গড়লেন ৬৬ বছরের ক্ষিতীন্দ্র চন্দ্র

নেত্রকোনা প্রতিনিধি

৬৬ বছর বয়সে রেকর্ড গড়লেন মুক্তিযোদ্ধা ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্য। তিনি ৪৩ ঘণ্টায় ১৪৬ কিলোমিটার কংশ নদে বিরামহীন সাঁতরিয়ে তাক লাগিয়ে দেন। এলাকাবাসীও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় তাকে বরণ করে নেয়। শুক্রবার সন্ধ্যা ৬ টা ৫০ মিনিটের সময় তিনি ময়মনসিংহের ফুলপুর ঠাকুর বাঘাই ঘাট সরচাপুর ব্রিজ থেকে আনুষ্ঠানিকভাবে এ সাঁতার শুরু করেন। বিরামহীন দূরপাল্লার একক সাঁতার প্রদর্শন করে তিনি দুই দিন দুই রাত্রি পর রবিবার দুপুর ১ টা ৫০ মিনিটের সময় মদন উপজেলার মগড়া ব্রিজে এসে পৌঁছেন। এ সময় মদন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়ালীউল হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আকন্দ তাকে বরণ করে নেন। এ সময় হাজার হাজার জনতা নদীর দুই তীর থেকে করতালির মাধ্যমে রেকর্ডধারী সাঁতারুকে অভ্যর্থনা জানায়। পরে পানি থেকে তুলে ক্ষিতীন্দ্র চন্দ্র বৈশ্যকে দ্বায়িত্বপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খান মোহাম্মদ ফজলুল বারী ইভানের নেতৃত্বে অ্যাম্বুলেন্সযোগে বেসরকারি হাসপাতাল সুমাইয়া হেলথ কেয়ারে নিয়ে আসা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে শ্বাস-প্রশ্বাসে কিছুটা সমস্যা হলে অক্সিজেন দিয়ে রাখা হয়। তিনি এ যাবৎকালে      দেশে এবং বিদেশে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সম্মাননা অর্জন করেন।

সর্বশেষ খবর