বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মেসি ম্যাজিকে বার্সার জয়

ক্রীড়া ডেস্ক

মেসি ম্যাজিকে বার্সার জয়

বলতে গেলে বার্সেলোনাকে নাখোশ করেই চলে গেলেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। কিন্তু নেইমার চলে যাওয়াতে যে খুব একটা ক্ষতি হয়নি তাই যেন প্রমাণ করে চলেছে স্প্যানিশ জায়ান্টরা। গত পরশু ক্যাম্প ন্যুতে ব্রাজিলিয়ান ক্লাব শাপেকোয়েনসেকে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। ম্যাচে লিওনেল মেসি একটা গোল করেছেন। এছাড়াও সতীর্থদের দিয়ে দুটি গোল করিয়েছেন। মেসি ছাড়াও বার্সেলোনার পক্ষে গোল করেন সুয়ারেজ, ডিওলডফ, বাসকুয়েটস ও ডেনিস সুয়ারেজ। ব্রাজিলিয়ান এই ক্লাবেরই প্রায় সব ফুটবলার এক বিমান দুর্ঘটনায় নিহত হয়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়। ওই দুর্ঘটনায় মোট ৭১ জন যাত্রী নিহত হয়েছিল। এদের মধ্যে ক্লাবটির ১৯ জন ফুটবলার ছিল। নতুন করে গড়ে উঠা শাপেকোয়েনসের পারফরম্যান্সে বীরত্ব দেখছেন বার্সা তারকারা। হেরে গেলেও জেরার্ড পিকে বলেছেন, তারা বীরের মতোই লড়াই করেছে। গত মৌসুমে ব্রাজিলিয়ান এই ক্লাবটি প্রথমবারের মতো কোপা সাউদামেরিকানার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছিল। এদিকে বার্সেলোনা মৌসুম শুরুর আগে নিজেদেরকে ভালোভাবেই প্রস্তুত করে নিল। আগামী রবিবার গভীর রাতে তারা ন্যু ক্যাম্পে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে। তিন দিন পর দ্বিতীয় লেগ খেলতে সান্তিয়াগো বার্নাব্যু যাবেন মেসিরা। এরপর ২০ আগস্ট থেকেই শুরু হবে নতুন লা লিগার লড়াই। সামনের এই কঠিন সময়ের জন্য ভালভারদের দল ভালোভাবেই প্রস্তুতিটা সারল। দেখা যাক, নেইমারহীন বার্সেলোনা এবার কেমন করে!

সর্বশেষ খবর