বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ভারতের ওপর ক্ষুব্ধ মিয়াঁদাদ

ক্রীড়া ডেস্ক

ভারতের ওপর ক্ষুব্ধ মিয়াঁদাদ

ইমরান খান ও ওয়াসিম আকরাম বরাবরই ভারতের ক্রিকেটের প্রশংসা করে থাকেন। কিন্তু জাভেদ মিয়াঁদাদ পুরোপুরি উল্টো পথে হাঁটেন। সব সময় তিনি ভারতের সমালোচনা করে থাকেন। এবার যেন রীতিমতো যুদ্ধ ঘোষণা করলেন। ক্ষুব্ধ হয়ে বললেন, ‘আইসিসির সব ইভেন্টে পাকিস্তানের উচিত হবে ভারতকে বয়কট করা। পাকিস্তানের বিপক্ষে ভারতের সিরিজ খেলতে না চাওয়া নিয়ে ভীষণ ক্ষুব্ধ পাকিস্তান ক্রিকেটে সাবেক এই সুপারস্টার। তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে অনুরোধ রেখেছেন যাতে ভারতকে বয়কটের সিদ্ধান্ত নেওয়া হয়। জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘এখন ইটের বদলে পাথর ছোড়া উচিত। যদি তারা আমাদের বিপক্ষে সিরিজ খেলতে রাজি না হয় তাহলে ভারতকে উচিত শিক্ষা দিতে হবে। তিনি বলেন, ভারতের কিসের এত অহঙ্কার। চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে নাকানি-চোবানির খাওয়ার কথা কি তারা ভুলে গেছেন! এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক সভাপতি অনুরাগ ঠাকুর একবার আইসিসির কাছে আহ্বান জানিয়েছিলেন, আইসিসির কোনো ইভেন্টে যেন পাকিস্তানের বিপক্ষে খেলা না রাখা হয়। এবার সেই ক্ষোভ ঝারলেন মিয়াঁদাদ। তিনি বলেন, পাকিস্তান কেন ভারতের সব অন্যায় সহ্য করে তা বুঝি না। ওরা বার বার আমাদের অপমান করছে। অথচ আমাদের কোনো কোনো ক্রিকেটার রীতিমতো চামচামি করছে।

সর্বশেষ খবর