বুধবার, ৯ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এশিয়া কাপে জাতীয় দলের স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

ক্রীড়া প্রতিবেদক

এশিয়া কাপে জাতীয় দলের স্পন্সর ফার্স্ট সিকিউরিটি ব্যাংক

দেড় কোটি টাকায় আসন্ন এশিয়া কাপ হকিতে বাংলাদেশ দলের স্পন্সর হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক। আগামী ১১ থেকে ২২ অক্টোবর ঢাকা মওলানা ভাসানী স্টেডিয়ামে আট জাতি টুর্নামেন্টে বাংলাদেশ দল মাঠে নামবে এই ব্যাংকের নাম লেখা জার্সি পরে। গতকাল বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সম্মেলন কক্ষে বাংলাদেশ হকি ফেডারেশন ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চুক্তি সম্পন্ন হয়েছে। দেড় কোটি টাকার মধ্যে ১ কোটি ইতিমধ্যেই ফেডারেশনকে প্রদান করেছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানটি।

উভয়পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন হকি ফেডারেশনের সভাপতি বিমান    বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল আবু এসবার ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেফ মোহাম্মদ আলী। এ সময় হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক আবদুস সাদেক ও সহ-সভাপতি ড. মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন। জার্সিতে নাম ছাড়াও ব্যাংকটি মাঠে ২৭টি বিলবোর্ড বসাতে পারবে। বর্তমান চীনে অবস্থানকারী হকি দলের খরচও হবে এই অর্থ থেকে। ফার্স্ট সিকিউরিটি  ইসলামী ব্যাংক হকিতে নতুন নয়। এর আগে স্কুল টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেছিল তারা। এশিয়া কাপ হকিতে বাংলাদেশ গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে পাকিস্তান, ভারত ও জাপানের বিপক্ষে। এশিয়া কাপের আয়োজনের প্রস্তুতি অনেক আগেই শুরু করেছে হকি ফেডারেশন।

সর্বশেষ খবর