বৃহস্পতিবার, ১০ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শিরোপায় শুরু রিয়ালের

ক্রীড়া ডেস্ক

শিরোপায় শুরু রিয়ালের

শিরোপা জয়ের পর রিয়াল মাদ্রিদের বাঁধভাঙা উল্লাস —এএফপি

ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ কোচ হোসে মরিনহো এবার বেশ খরচ করেছেন দল গোছাতে। অনেক চেষ্টা তদবির করে দলে এনেছেন বেলজিয়ান তারকা স্ট্রাইকার রোমেলো লুকাকোকে।  এছাড়াও বেশ কয়েকজন নতুন ফুটবলার নিয়েছেন দল শক্ত করতে। কিন্তু রিয়াল মাদ্রিদের তুলনায় ম্যানইউর এই দল গঠন কিছুই নয়। বিষয়টা স্বীকার করলেন মরিনহো নিজেও। মঙ্গলবার উয়েফা সুপার কাপে মুখোমুখি হয়েছিল রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেড। গতবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন হিসেবে রিয়াল এবং উয়েফা ইউরোপা লিগের চ্যাম্পিয়ন হিসেবে ম্যানইউ উয়েফা সুপার কাপ খেলার যোগ্যতা অর্জন করেছে। মঙ্গলবারের ম্যাচে রিয়াল মাদ্রিদ আরও একবার নিজেদেরকে ইউরোপা সেরা প্রমাণ করল জিনেদিন জিদানের শিষ্যরা মেসিডোনিয়ান শহর স্কোপজের দ্বিতীয় ফিলিপ অ্যারিনায় ম্যানইউকে ২-১ গোলে হারিয়ে চতুর্থবারের মতো উয়েফা সুপার কাপ জয়ের গৌরব অর্জন করল। মৌসুম পূর্ব সফরে রিয়াল মাদ্রিদ তেমন একটা ভালো করেনি। সেখানে ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন না। তবে উয়েফা সুপার কাপের দলে রোনালদোর নাম ছিল। অবশ্য তিনি মাঠে নেমেছেন একেবারে শেষ দিকে। বিজয়ের উৎসবটা করার জন্যই বুঝি। তার মাঠে নামার আগেই ব্রাজিলিয়ান ডিফেন্ডার কাসেমিরো ও স্প্যানিশ স্ট্রাইকার ইসকো মিলে দলের জয় নিশ্চিত করেছেন। ম্যানইউর পক্ষে একটা গোল করেছেন লুকাকো। তবে তা কেবল পরাজয়ের ব্যবধানই কমিয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর