শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নাসির-মুমিনুলের হাফ সেঞ্চুরি

ক্রীড়া প্রতিবেদক

নাসির-মুমিনুলের হাফ সেঞ্চুরি

জাতীয় দলের প্রস্তুতি ম্যাচে সবুজ দলের মুমিনুল হক হাফ সেঞ্চুরির পথে ব্যাকফুট ড্রাইভ খেলছেন। তার ব্যাট থেকে বেরিয়েছে ৭৩ রানের চোখ জুড়ানো ইনিংস —বাংলাদেশ প্রতিদিন

তামিম ইকবাল গতকাল ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। আগের দিনের ২৩ রানের সঙ্গে কাল আর মাত্র ৬ রান যোগ করতে পেরেছেন। রান আউট হয়ে বিদায় নিতে হয়েছে। তবে ড্যাসিং ওপেনার শুরুটা ভালোই করেছিলেন। কিন্তু তামিম না পারলেও তার সঙ্গী মুমিনুল হক হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন। খেলেছেন ৭৩ রানের ইনিংস। হাফ সেঞ্চুরি এসেছে নাসির হোসেন ও তানভীর হায়দারের ব্যাট থেকেও। তিন হাফ সেঞ্চুরিতে ভর করে গতকাল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ২৮৩ রান করেছে তামিমের সবুজ দল। মুমিনুল হকের জন্য এই হাফ সেঞ্চুরি মহামূল্যবান! স্বল্প দৈর্ঘের ক্রিকেটে দলে জায়গা হয় না কক্সবাজারের এই ক্রিকেটারের। তিনি টেস্ট ক্রিকেটার। তাই টেস্টের আগে দলে জায়গা করে নিতে অর্থাৎ নির্বাচকদের কাজটা সহজ করে দিতে খুবই দরকার ছিল তার এই হাফ সেঞ্চুরি। নাসির হোসেনের জন্য ৬২ রানের এই ইনিংসটা খুই জরুরি ছিল। কিন্তু তারপরেও রংপুরের এই তারকা ক্রিকেটারের টেস্ট দলে জায়গা হবে কিনা তা নিয়ে সংশয় আছে। যদিও নাসির যেখানেই সুযোগ পাচ্ছেন পারফর্ম করে যাচ্ছেন, তারপরেও কি যেন এক অদৃশ্য কারণে দলে তার জায়গা হচ্ছে না! দারুণ বোলিং করেছেন রুবেল হোসেন। ১৭ ওভারে ৫৪ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ইনজুরি থেকে ফেরার পর নিজেকে প্রমাণ করা জরুরি ছিল এই পেসারের জন্য। গতকাল রুবেল দুর্দান্ত বোলিং করে তা-ই প্রমাণ করলেন। ৩ উইকেট পেয়েছেন সাকলাইন সজীবও। দুই উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। গতকাল বিকালে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং শুরু করেছে মুশফিকের লাল দল।   মাত্র ২৪ রানেই তারা এক উইকেট হারিয়েছে।

সর্বশেষ খবর