শুক্রবার, ১১ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মাদক চোরাকারবারি মেক্সিকোর অধিনায়ক মার্কুয়েজ

ক্রীড়া ডেস্ক

মাদক চোরাকারবারি মেক্সিকোর অধিনায়ক মার্কুয়েজ

শুধু রক্ষণভাগ আগলানোই নয়, প্রয়োজনে গোল করতেও সিদ্ধ রাফায়েল মার্কুয়েজ। মেক্সিকান জাতীয় ফুটবল দলের অধিনায়ক। খেলেন জার্মানির সর্বকালের অন্যতম সেরা ফুটবলার ফ্রাঞ্চ বেকেনবাওয়ারের মতো লিবারো পজিশনে। দলের রক্ষণভাগ আগলানো, আক্রমণে সহায়তা করা ছাড়াও গোটা দলকে এক ছাতার নিচে রাখার অন্যতম কারিগর রাফায়েল মার্কুয়েজকে মেক্সিকো দলের ফুটবলাররা আদর করে ডাকেন ‘দ্য বস’ বলে। বয়স ৩৮। এখনো খেলছেন। দাপুটে ফুটবল খেলে গোলও করছেন। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপেও খেলার সম্ভাবনা উজ্জ্বল। এমন যখন পরিস্থিতি, তখন মার্কুয়েজের বিপক্ষে মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগ আনল ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রশাসন। মেক্সিকোর যে ২১ জন ব্যক্তি ও ৪২টি প্রতিষ্ঠানের বিপক্ষে অভিযোগ এনেছে, তাদের মধ্যে মার্কুয়েজ ছাড়া রয়েছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুলিও সিজার আলভারেজের নাম। মার্কুয়েজের বিপক্ষে শুধু অভিযোগ এনেই ক্ষান্ত হয়নি মার্কিন রাজস্ব প্রশাসন, তারা বলছে রাফায়েল মার্কুয়েজ একটি মাদক চোরাচালানি সংঘের নেতা। ফুটবল মাঠের ‘দ্য বস’ মার্কিন প্রশাসনের কাছে এখন অন্ধকার জগতের ‘ডন’! অবশ্য মার্কুয়েজ মিডিয়ার মুখোমুখিতে অস্বীকার করেছেন বিষয়টি। মেক্সিকো ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা ফুটবলার বলা হয় হুগো স্যাঞ্জেজকে। যিনি মেক্সিকোর প্রথম ফুটবলার হিসেবে ইউরোপ মাতিয়েছেন। খেলেছেন রিয়াল মাদ্রিদের হয়ে। এখন অনেক মেক্সিকান ফুটবলার খেলেন ইউরোপের নানা ক্লাবে। স্যাঞ্জেজের পর মেক্সিকান ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ফুটবলার রাফায়েল মার্কুয়েজ। সতীর্থদের ‘দ্য বস’কে ডাকা হয় রাফা নামে। ‘এল থ্রি’ নামে পরিচিত মেক্সিকোর পক্ষে ৪ নম্বর জার্সি পরে খেলা রাফায়েল এখন খেলছেন দেশেই। বার্সেলোনার সাবেক রক্ষণভাগের ফুটবলার রাফা এখন খেলছেন মেক্সিকান লিগে অ্যাটলাস গুয়াদালজারা ক্লাবের পক্ষে। তার বিপক্ষে মার্কিন রাজস্ব বিভাগ অভিযোগ আনার পাশাপাশি বলছে, সে মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাট রাউল ফ্লোসেরজ হার্নান্দেজের সঙ্গে মিলে মাদক ব্যবসা করছেন। এমন অভিযোগ অস্বীকার করে মার্কুয়েজ নিজেকে নির্দোষ প্রমাণ করতে হাজির হয়েছিলেন মেক্সিকোর আইন ও বিচারবিষয়ক দফতরে।

সর্বশেষ খবর