শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

কটিনহোকে পাচ্ছে না বার্সা

ক্রীড়া ডেস্ক

নেইমার পিএসজিতে যাওয়ায় বেশ বড় অঙ্কের অর্থ পেয়েছে বার্সেলোনা। ইচ্ছে করলে পুরোটাই আয়ের পকেটে পুরতে পারে কাতালানরা। কিন্তু নেইমারের শূন্য স্থানও তো পূরণ করতে হবে বার্সেলোনাকে! মেসি-সুয়ারেজকে এবার কে সঙ্গ দিবেন! মোনাকোর তারকা ফুটবলার এমবাপ্পের মূল্য এতটাই বেড়েছে, বার্সেলোনা সম্ভবত তার দিকে হাত বাড়াবে না। তবে লিভারপুলের ব্রাজিলিয়ান স্ট্রাইকার ফিলিপ কটিনহোর পিছনে বেশ ভালোভাবেই লেগেছিল বার্সেলোনা। এমনকি ৯৯ মিলিয়ন ইউরো পর্যন্ত দিতে চেয়েছিল কাতালানরা। কিন্তু এ প্রস্তাবও ফিরিয়ে দিয়েছে লিভারপুল। গতকাল লিভারপুলের মালিক ফেনওয়ে স্পোর্টস গ্রুপ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ‘ফিলিপ কটিনহোর জন্য কোনো প্রস্তাবই গ্রহণ করা হবে না। ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার পরও তিনি লিভারপুলেরই ফুটবলার থাকবেন।’ ব্রাজিলিয়ান এ স্ট্রাইকার ২০১৩ সালে ইন্টার মিলান থেকে লিভারপুলে আসেন। এরপর ১৩৮ ম্যাচ খেলে ৩৪ গোল করেছেন তিনি। লিভারপুলের ভালো খেলার পিছনে কটিনহোর অবদান অনেক। নেইমারের ভালো বিকল্প হিসেবে বার্সেলোনায় খেলতে পারতেন তিনি। কিন্তু বার্সেলোনার সেই আশার গুড়ে বালি ঢেলে দিল লিভারপুল। এদিকে বার্সেলোনার প্রস্তাব বিবেচনা না করার ঘোষণা দিয়েছে জুভেন্টাস। ট্রান্সফার উইন্ডো শেষ হতেও বেশি দেরি নেই। দেখা যাক, ব্রাজিলিয়ান তারকা নেইমারের বিকল্প হিসেবে কাকে দলে নেয় বার্সেলোনা! অবশ্য বুরুসিয়া ডর্টমুন্ডের ফরাসি স্ট্রাইকার ওসমান ডেম্বলির জন্য দ্বিতীয়বার প্রস্তাব দেওয়ার কথা ভাবছে কাতালানরা। ২০ বছর বয়সী এ ফরাসি তারকা ডর্টমুন্ডের জার্সিতে ৩২ ম্যাচে ৬ গোল করেছেন। ওসমানের জন্য এরই মধ্যে ৯০ মিলিয়ন ইউরো প্রস্তাব করেছে বার্সেলোনা।

 এছাড়াও ৩০ মিলিয়ন ইউরো বোনাস দেওয়ার কথাও বলেছে তারা।

সর্বশেষ খবর