শনিবার, ১২ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

মুক্তি পেলেন নেইমার

ক্রীড়া ডেস্ক

গত সপ্তাহে ফরাসি ক্লাব পিএসজির জার্সিতে মাঠে নামতে পারেননি ব্রাজিলিয়ান তারকা নেইমার। বার্সেলোনার মুক্তিনামা প্রয়োজন ছিল তার। কিন্তু কাতালান ক্লাবের একটাই কথা, আগে মূল্য পরিশোধ তারপর মুক্তিনামা। গতকাল সেই মূল্যই চুকাল পিএসজি। বার্সেলোনার একটি সূত্র এএফপিকে জানিয়েছে, ‘চেক পাস হয়ে গেছে। এবার ট্রান্সফার প্রসেস এগিয়ে যেতে পারে।’ নেইমারের ট্রান্সফার সার্টিফিকেট স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মাধ্যমে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশনের কাছে পৌঁছেছে। এএফপিকে এ তথ্য নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। এ সার্টিফিকেট হাতে পাওয়ায় নেইমারকে ফ্রেঞ্চ লিগ ওয়ানে এবার তালিকাবদ্ধ করতে পারবে পিএসজি। গতকাল বিকালেই চুক্তির সব কাগজপত্র ঠিক হয়ে যাওয়ার কথা। এর অর্থ আগামীকাল রাতে গুইনগ্যাম্পের বিপক্ষে ম্যাচে খেলতে পারবেন নেইমার। গত সপ্তাহে নেইমারকে ছাড়াই পিএসজি ২-০ গোলে হারিয়েছিল অ্যামিয়েনসকে। দেখা যাক, এবার ব্রাজিলিয়ান তারকা দলে যোগ হলে তাদের শক্তি কতটা বাড়ে।

এদিকে নেইমারকে দলে পেতে কেবল বার্সেলোনাকেই ২২২ মিলিয়ন ইউরো দিতে হয়েছে পিএসজিকে। এছাড়াও নেইমার ও তার বাবা বেশ বড় অঙ্কের বোনাস পেয়েছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর