রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

২০০ মিটারে সোনা ধরে রাখলেন ড্যাফনি

ক্রীড়া ডেস্ক

২০০ মিটারে সোনা ধরে রাখলেন ড্যাফনি

গত বছর রিও অলিম্পিকে জ্যামাইকার থম্পসনের সঙ্গে লড়াইয়ে পরাজিত হয়েছিলেন ডাচ তরুণী ড্যাফনি শিপারস। ২০১৫ সালে বেইজিং চ্যাম্পিয়নশিপে এই ড্যাফনিই ২০০ মিটারে  সোনা জয় করেছিলেন। অলিম্পিকে ব্যর্থ হলেও বিশ্ব চ্যাম্পিয়নশিপে  সোনা ধরে রাখলেন ড্যাফনি। গত শুক্রবার রাতে লন্ডন চ্যাম্পিয়নশিপে মেয়েদের ২০০ মিটারে ২২.০৫ সেকেন্ড টাইমিং করে  সোনা জয় করেছেন ড্যাফনি শিপারস। আইভরি কোস্টের ম্যারি হোসে তা লো ২২.০৮ সেকেন্ড টাইমিং করে রুপা এবং বাহামার শউনে মিলার উইবো ২২.১৫ সেকেন্ড টাইমিং করে তামার পদক জিতেছেন। ড্যাফনি এবার লন্ডনে ১০০ মিটারে তামা জিতেছেন। বেইজিংয়ে জিতেছিলেন রুপার পদক। এদিকে পুরুষদের হ্যামার থ্রোতে স্বর্ণপদক জিতেছেন পোল্যান্ডের পাবেল ফাজদেক। এছাড়াও মেয়েদের ৩ হাজার মিটার স্টিপলচেইজে স্বর্ণপদক জিতেছেন যুক্তরাষ্ট্রের এমা কোবার্ন। মেয়েদের লঙ জাম্পে স্বর্ণপদক জিতেছেন ব্রিটনি রিস। অ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শেষ হচ্ছে আজ। শেষদিনে ১১টি পদকের জন্য লড়াই হবে। এছাড়াও গত রাতে আটটি পদকের লড়াই হয়েছে। চার গুনিতক ১০০ মিটারে লড়াইয়ে নেমেছিলেন উসাইন বোল্ট।

এটাই জ্যামাইকান কিংবদন্তির শেষ লড়াই ছিল ট্র্যাকে। গতকাল বিকাল পর্যন্ত পদক তালিকায় ৮টি স্বর্ণপদকসহ মোট ২৩টি পদক জিতে শীর্ষে অবস্থান করছে যুক্তরাষ্ট্র দল। এছাড়াও কেনিয়া ৩টি এবং পোল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা ২টি করে স্বর্ণপদক জয় করেছে।

সর্বশেষ খবর