রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

ক্রীড়া প্রতিবেদক


এবার জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

রুনা লায়লা-- অরিজিত সিং-- শিল্পা শেঠী

ক্রিকেটারদের আর্থিক নিশ্চয়তা দিতে পারবে না বরিশাল বুলস। তাই বিপিএলের পঞ্চম আসরে খেলার অনুমতি পায়নি। পঞ্চম আসর থেকে বরিশালকে বাদ দিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এতে করে দলটির আইকন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান বিপাকে পড়েছেন। যদিও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ডা. ইসমাইল হায়দার মল্লিক  জানিয়েছেন, পূর্ণ মর্যাদায় নিলামে উঠানো হবে কাটার মাস্টারকে। বরিশাল না থাকায় গত আসরের মতোই সাত দল নিয়ে বিপিএলের পঞ্চম আসর মাঠে গড়াবে ২ নভেম্বর। আসরের নতুন দল সুরমা সিক্সার্স সিলেট। বিপিএলের খেলা মাঠে গড়ানোর আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে গভর্নিং কাউন্সিলের। উদ্বোধনী অনুষ্ঠানে চমক থাকছে, তেমনই ইঙ্গিত পাওয়া গেছে। উদ্বোধনের সম্ভাব্য তারিখ ৩১ অক্টোবর থেকে ২ নভেম্বর- এই চার দিনের যে কোনো একদিন। অবশ্য ঈদের আগে উদ্বোধন অনুষ্ঠান হবে এবং খেলা মাঠে গড়াবে ঈদের পর। চীনা সার্কাস দলের কসরত প্রদর্শন করার কথা উদ্বোধনী অনুষ্ঠানে। এছাড়া হালের ভারতীয় জনপ্রিয় সংগীত শিল্পী অরিজিত সিং, বলিউড নায়িকা শিল্পা শেঠীকে দেখা যেতে পারে অনুষ্ঠানে। এছাড়া দেশের তিন জনপ্রিয় সংগীত শিল্পী রুনা লায়লা, সাবিনা ইয়াসমিন ও মমতাজ গান গাইবেন এবং নৃত্যশিল্পী হিসেবে থাকবেন মৌ ও শামীম আরা নীপা।

উদ্বোধনী অনুষ্ঠানকে জমকালো করতে চেষ্টার কমতি নেই বিসিবির। বিসিবি পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য শেখ সোহেল উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে বলেন, ‘আমরা এখনো উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ চূড়ান্ত করিনি। বিপিএলের আগামী সভায় ফিকশ্চার চূড়ান্ত হওয়ার পর উদ্বোধনের দিন ঠিক করব। তবে সেটা খেলার শুরুর তিন-চার দিন আগেই হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানকে জমকালো করতে বিসিবি চেয়েছিল ক্যাটরিনা কাইফ ও কারিনা কাপুরকে। কিন্তু দুজনের শিডিউল পায়নি বলে এখন শিল্পা শেঠীর সঙ্গে আলোচনা করছে বিসিবি। শিল্পা শেঠী ছাড়াও ভারতীয় সংগীত শিল্পী অরিজিত সিং গান গাইবেন। বিপিএলের আগের উদ্বোধনী অনুষ্ঠানে মঞ্চ মাতিয়েছিলেন হৃত্বিক রোশন, জ্যাকুলিন ফার্নান্দেজ, আতিফ আসলাম, মালাইকা অরোরা। তবে সবচেয়ে বড় আকর্ষণ হতে যাচ্ছে, চীনা সার্কাস দল। বিসিবি যোগাযোগ করে চলেছে চীনা সার্কাস দলের সঙ্গে। এ প্রসঙ্গে শেখ সোহেল বলেন, ‘সার্কাস দল আনার চেষ্টা করছি আমরা। একটি সার্কাস দলের আনুষাঙ্গিকতা থাকে অনেক। তাই আমরা ছোট্ট পরিসরে আনার চেষ্টা করছি।’ যদি চীনা সার্কাস দল আসে উদ্বোধন অনুষ্ঠানে, সেটাই হবে এবারের আসরের সেরা আকর্ষণ। এছাড়া আকর্ষণীয় আতশবাজি থাকবে অনুষ্ঠানে। 

সর্বশেষ খবর