শিরোনাম
রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এল ক্ল্যাসিকোর সুপার লড়াই

ক্রীড়া ডেস্ক

বার্সেলোনার বিপক্ষে রিয়াল মাদ্রিদের দারুণ একটা রেকর্ড আছে। স্প্যানিশ সুপার কাপের লড়াইয়ে লস ব্ল্যাঙ্কোসরা বরাবরই কাতালানদের বিপক্ষে জয় পেয়েছে। কেবল ২০১১ সালে বার্সেলোনা এল ক্ল্যাসিকো জিতে স্প্যানিশ সুপার কাপ ঘরে তুলতে পেরেছে। দুই দল স্প্যানিশ সুপার কাপে প্রথম মুখোমুখি হয়েছিল ১৯৮৮ সালে। সেবার দুই লেগ মিলিয়ে রিয়াল মাদ্রিদ জিতেছিল ৩-২ ব্যবধানে। এরপর আরও পাঁচবার সুপার কাপে দেখা হয়েছে দুই দলের। চারবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ ২০১২ সালে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জিতেছে রিয়াল মাদ্রিদ। আরও একবার দুই দল একই মঞ্চে মুখোমুখি হচ্ছে। আজ ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকোর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় লেগ সান্তিয়াগো বার্নাব্যুতে হবে তিন দিন পর।

 

দিন কয়েক আগেই ভালভারদে কঠিন একটা পরীক্ষা দিয়েছেন জিনেদিন জিদানের রিয়াল মাদ্রিদের বিপক্ষে। মিয়ামির সেই প্রীতিম্যাচে ৩-২ গোলে জিতেছিল বার্সেলোনা। অবশ্য সেই ম্যাচে ছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। এবার থাকবেন তিনি। অন্যদিকে বার্সেলোনা খেলবে নেইমারকে ছাড়া। এল ক্ল্যাসিকোর লড়াই এবার ভিন্ন মাত্রায়ই হবে। বিষয়টা জানেন বার্সেলোনার নতুন কোচ ভালভারদে। তিনি বলেন, ‘আমাদের মৌসুমপূর্ব সময়টা দারুণ কেটেছে। ম্যাচে নামার আগে আমাদের অবস্থা খুবই ভালো। তবে রবিবারই (আজ) আমাদের আসল পরীক্ষা হবে। সবচেয়ে কঠিন প্রতিপক্ষের বিপক্ষে শিরোপার লড়াই দিয়ে শুরু হবে আমাদের মৌসুম।’ নেইমারের অনুপস্থিতিতে স্প্যানিশ তারকা জেরার্ড ডিওলডফ মেসির পাশাপাশি খেলবেন। নেইমারের দায়িত্বটা এরই মধ্যে সামলে নিতে শুরু করেছেন তিনি।

দিন কয়েক আগে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা সুপার কাপ জয় করেছে রিয়াল মাদ্রিদ। বছরে এটা তাদের তৃতীয় শিরোপা। চতুর্থ শিরোপা জয়ের জন্য আজ মাঠে নামছে জিদানের শিষ্যরা। কেবল সুপার কাপ জয় করাই নয়, রিয়ালের জন্য নতুন একটা মৌসুম জয় দিয়ে শুরু করাটা জরুরি বটে। জিদান অবশ্য এরই মধ্যে বলে দিয়েছেন, শিরোপার জন্য আরও বড় ক্ষুধা নিয়ে এবারের মৌসুমটা শুরু করবে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ সুপার কাপ জয়ের মধ্যদিয়েই কী শুরু হবে রিয়ালের ক্ষুধা নিবারণ!

সর্বশেষ খবর