রবিবার, ১৩ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রহমতগঞ্জ বলেই সতর্ক শেখ জামাল

ক্রীড়া প্রতিবেদক

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের চতুর্থ ম্যাচ আজ। সাইফ পাওয়ার ব্যাটারি বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে আগের তিন ম্যাচে জয় পেয়েছে হলুদ জার্সিধারীরা। ঢাকা মোহামেডান, টিম বিজেএসসি ও শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে জয় পেয়েছে। পুরো ৯ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে আছে তারা। আজ তাদের প্রতিপক্ষ রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। শক্তি ও পারফরম্যান্সের বিচারে শেখ জামাল এগিয়ে। জোসেফ আফুসির প্রশিক্ষণে দুর্দান্ত ফুটবল খেলছে ধানমন্ডি পাড়ার দলটি। কোনো পজিশনে ঘাটতি চোখে পড়ছে না। একের পর এক আক্রমণ করে প্রতিপক্ষদের দিশাহারা করে রাখছে। এবারে লিগে দুইজন বিদেশি ফুটবলার খেলছেন। এতে শেখ জামালের কোনো সমস্যা হচ্ছে না। গাম্বিয়ান স্ট্রাইকার মোমাদো বোহ চোখে ধরার মতো নৈপুণ্য প্রদর্শন করছেন। নিজে খেলছেন অন্যদের খেলাছেন। শেখ জামালের আক্রমণভাগকে মূলত তিনিই সচল করে রেখেছেন। অন্য দুই বিদেশি রাফায়েল ও সলোমন কিংও জ্বলে উঠছেন। দুইজনাকে একেক ম্যাচে আগে ও পরে নামানো হচ্ছে। শেখ রাসেলের বিপক্ষে বদলি হিসেবে খেলতে নেমে সলোমন কিং বিজয়সূচক গোলটি করেন। স্থানীয় ফুটবলাররাও গতিময় খেলা খেলছে।

টানা তিন ম্যাচ জিতে উজ্জীবিত থাকলেও প্রতিপক্ষ আজ রহমতগঞ্জ বলেই সতর্ক হয়ে মাঠে নামবে শেখ জামাল। নামি-দামি খেলোয়াড় না থাকলেও প্রতি মৌসুমে রহমতগঞ্জ বড় দলগুলোর ঘুম হারাম করে ছাড়ে। এবারও খারাপ খেলছে না। মুক্তিযোদ্ধার কাছে হেরে গেলেও আরামবাগ ও ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে জয় পেয়েছে। কোচ কামাল বাবুর প্রশিক্ষণে রহমতগঞ্জ যে কোনো দলকে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত। সুতরাং শেখ জামালকে সেভাবে জ্বলে উঠতে হবে। জয় ধরে রাখতে অল আউট ফুটবলই খেলবে শেখ জামাল। কোনো অবস্থাতে চাইবে না পয়েন্ট হারাতে। বিকাল ছয়টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আজকের ম্যাচটি শুরু হবে।

সর্বশেষ খবর