সোমবার, ১৪ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

এগিয়ে থেকেও শেখ জামালের ড্র

ক্রীড়া প্রতিবেদক

এগিয়ে থেকেও শেখ জামালের ড্র

গোল করার পর মোমাদোকে ঘিরে উল্লাস —বাংলাদেশ প্রতিদিন

গেল কয়েক বছর বাংলাদেশ ফুটবলের আলোচিত কোচ কামাল বাবু। মধ্যসারির দলগুলোর দায়িত্ব নিয়ে সাফল্য এনে দিচ্ছেন ফি বছর। গত বছর সাত নম্বর অবস্থানে রেখেছিলেন রহমতগঞ্জকে। প্রথম লেগে পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল পুরনো ঢাকার দলটি। এবার বেশ কয়েকটি দলের কোচের প্রস্তাব পেলেও পুরনো দল রহমতগঞ্জেই থেকে যান কামাল বাবু। তার কোচিংয়ে দুর্দান্ত না হলেও অসাধারণ খেলছে পুরনো ঢাকার দলটি। প্রথম ৪ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে ঢাকা আবাহনীর সঙ্গে পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে অবস্থান করছে। গতকাল রহমতগঞ্জ চমক সৃষ্টি করেছে পয়েন্ট টেবিলের শীর্ষ দল শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে আটকে। বাংলাদেশ পেশাদার লিগের তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামালের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে দলটি। লিগে এই প্রথম পয়েন্ট হারাল শেখ জামাল। ৪ ম্যাচে জামালের পয়েন্ট এখন ১০। টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে এককভাবে অবস্থান করছে গত আসরের রানার্সআপ চট্টগ্রাম আবাহনী।  

শেখ রাসেলের বিপক্ষে গত ম্যাচে শেষ মুহূর্তের গোলে জিতেছিল শেখ জামাল। জোসেফ আফুসির দলটি এবার চতুর্থ শিরোপা জেতার টার্গেটে খেলছে। প্রথম তিন ম্যাচ জিতে শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। গতকাল চার নম্বর ম্যাচ খেলতে নামে। ম্যাচের গোল দুটি প্রথমার্ধে হয়। দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে জমিয়ে তোলে ম্যাচ। ম্যাচে প্রথম আক্রমণে যায় শেখ জামাল। ১৮ মিনিটে শেখ জামালের গাম্বিয়ান স্ট্রাইকার মোমোদো বোহ একক প্রচেষ্টায় প্রতিপক্ষের রক্ষণভাগে ঢুকে পড়ে। ইন সাইড-আউট সাইড ডজে রহমতগঞ্জের রক্ষণভাগকে কাটিয়ে ডান পায়ে জোরালো শট নেন। কিন্তু বলটি পুরনো ঢাকার দলটির গোলরক্ষককে পরাস্ত করলেও গোলবারে পৌঁছায়নি। তবে খুব বেশি সময় গোলের জন্য অপেক্ষায় থাকতে হয়নি ২০১৪-১৫ সালের শিরোপাধারীদের। ২১ মিনিটে এগিয়ে যায় শেখ জামাল। জাতীয় দলের স্ট্রাইকার এনামুলের থ্রু ধরে মোমোদো রহমতগঞ্জের রক্ষণভাগের দুজনকে কাটিয়ে গোলবক্সে ঢুকে প্লেসিং শটে দলকে উৎসবে ভাসান (১-০)। লিগে এটা মোমোদো বোহ’র তৃতীয় গোল। তবে গোলটি বেশি সময় ধরে রাখতে পারেনি আফুসির সদস্যরা। পরের মিনিটেই সমতায় ফেরে লিগের চমক সৃষ্টিকারী রহমতগঞ্জ। শাহেদের কর্নার শেখ জামালের রক্ষণভাগের সদস্যরা ক্লিয়ার করতে ব্যর্থ হন। ফলে বল ছোট বক্সে পড়ে। জটলায় দাঁড়িয়ে থাকা আসিফ হোসেন রিমন ত্বরিত গতিতে টোকা দিয়ে সমতা আনেন (১-১)। সমতা আসার পর কর্দমাক্ত মাঠে দুই দলই চেষ্টা করে আক্রমণ-পাল্টা আক্রমণে গতিশীল ফুটবল খেলতে। কিন্তু মাঠ ভারী হওয়ায় সেটা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে দুই দলই বলের নিয়ন্ত্রণ নিয়ে খেলতে চেষ্টা করে। কিন্তু কাজের কাজ করতে পারেনি কেউই। উপরন্তু বলের অবস্থান ছিল অধিকাংশ সময়ই মধ্যমাঠে। খেলা শেষ হওয়ার আগের মিনিটে, অর্থাৎ ৮৯ মিনিটে রহমতগঞ্জের গাম্বিয়ান স্ট্রাইকার জাত্তা মুস্তাফার ফ্রি কিক রক্ষণভাগকে পরাস্ত করেও বারপোস্টের ওপর      দিয়ে বাইরে চলে যায়। ফলে ম্যাচে গোলের শেষ সুযোগটিও নষ্ট হয়।

পেশাদার লিগের চতুর্থ রাউন্ডের খেলা চলছে। চট্টগ্রাম আবাহনী টানা চার ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে এককভাবে। সমান ম্যাচে শেখ জামালের পয়েন্ট ১০ এবং ঢাকা আবাহনী ও রহমতগঞ্জের পয়েন্ট ৭। শেখ রাসেলের পয়েন্ট ৪।  

সর্বশেষ খবর