মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

বার্সাকে হারিয়ে দিল রিয়াল

৫ ম্যাচ নিষিদ্ধ রোনালদো

ক্রীড়া ডেস্ক

বার্সাকে হারিয়ে দিল রিয়াল

ন্যু ক্যাম্পে এল ক্ল্যাসিকোর লড়াই। উত্তেজনা তো হবেই। কিন্তু গত রবিবার রাতের লড়াই অতীতকে ছাড়িয়ে গেল। ক্রিস্টিয়ানো রোনালদোর লাল কার্ড, মেসির পেনাল্টি গোল, আসেনসিওর দুর্দান্ত গোল, সবমিলিয়ে মৌসুম শুরুর আগেই বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ ভক্তদের অসাধারণ এক ম্যাচ উপহার দিল। এই ম্যাচে থাকল মেসির বেশ কয়েকটা সহজ সুযোগ হারানোর ঘটনা। রেফারিকে ধাক্কা দিয়ে রোনালদোর চরম ঔদ্ধত্য দেখানো। আর থাকল নেইমারের অনুপস্থিতির হতাশাও। উত্তেজনাপূর্ণ এল ক্ল্যাসিকোর এমন লড়াইয়ের মধ্য দিয়ে রিয়াল মাদ্রিদ স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে ৩-১ গোলের জয় নিয়েই বাড়ি ফিরল। আগামীকালের লড়াইয়েই ঠিক হবে শিরোপা। অবশ্য প্রথম লেগ জিতেই স্প্যানিশ সুপার কাপ অনেকটা নিজেদের করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জিতলেই কেবল বার্সেলোনা ঘরে তুলতে পারবে মৌসুমের প্রথম শিরোপা।

এল ক্ল্যাসিকোতে নেইমারের অনুপস্থিতি বুঝা গেল। বার্সেলোনার আক্রমণভাগে নেইমারের স্থানে নেমেছিলেন স্পেনের ডিওলডফ। কিন্তু তিনি মোটেও নেইমারের অভাব পূরণ করতে পারেননি। যার ফলে মেসি আর সুয়ারেজের সাপ্লাই কমে গিয়েছিল। মেসি অবশ্য দুয়েকটা বেশ সহজ সুযোগ নষ্ট করেছেন। বার্সেলোনার দুর্ভোগের শুরুটা হয়েছিল অবশ্য জেরার্ড পিকের ভুলের মধ্যদিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে মার্সেলোর ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়ে দেন পিকে। ম্যাচের ৫৮তম মিনিটে করিম বেনজেমার পরিবর্তে মাঠে নামেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাকে ধুয়ো ধ্বনির মাধ্যমে স্বাগত জানায় ন্যু ক্যাম্পের গ্যালারি। তবে রোনালদো জবাবটা ভালোই দিয়েছেন। ৮০তম মিনিটে ইসকোর বাড়ানো বল পায়ে নিয়ে ডি-বক্সে ঢুকেই জোরাল শটে দুর্দান্ত এক গোল করেন রোনালদো। জার্সি খুলে নিজের বডি বিল্ডার টাইপ শরীর দেখিয়ে বার্সা ভক্তদের আরও ক্ষেপিয়ে দেন রোনালদো। অবশ্য রোনালদোর এই উত্তেজনা বেশিক্ষণ থাকেনি। জার্সি খুলে হলুদ কার্ড দেখেন রোনালদো। কিছুক্ষণ পরই বার্সার ডি-বক্সে অহেতুক ডাইভ দিয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পর্তুগিজ তারকাকে। তবে মাঠ ছাড়ার আগে তিনি রেফারিকে ধাক্কা দেন। রেফারি রিকার্ডো তার রিপোর্টে রোনালদোর ধাক্কার বিষয়টা সবিস্তারে বর্ণনা করেছেন। আর এতে করে পাঁচ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন রোনালদো। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ নতুন মৌসুম শুরুতেই একটা বড় রকমের আঘাত পাবে। রোনালদো বিদায় নেওয়ার পরও অবশ্য অবস্থার কোনো পরিবর্তন হয়নি। লিওনেল মেসির ৭৭তম মিনিটের পেনাল্টি গোল ছাড়া বার্সেলোনা বলার মতো তেমন কিছু করতে পারেনি। অন্যদিকে ৯০তম মিনিটে স্প্যানিশ ফুটবলার মারকো আসেনসিও দুর্দান্ত এক গোল করে রিয়াল মাদ্রিদের দারুণ জয় নিশ্চিত করেন।

সর্বশেষ খবর