মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ইতিহাস গড়ল ভারত

ক্রীড়া ডেস্ক

ইতিহাস গড়ল ভারত

শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করে উত্ফুল্ল কোহলি-ধাওয়ানরা —এএফপি

রবীন্দ্র জাদেজার অভাবটা মনে করতেই দেননি কুলদ্বীপ যাদব। তিনি একাই নিয়েছেন ৫ উইকেট। অশ্বিন নিয়েছেন ৬ উইকেট। বাকি কাজটা পেসাররাই করেছেন। ভারতের জাদুকরী বোলিংয়ে তিন দিনেই উড়িয়ে গেল স্বাগতিক শ্রীলঙ্কা। ইনিংস ও ১৭১ রানের বিশাল জয় পেলেন কোহলিরা। সিরিজ ৩-০ ব্যবধানে জিতে গেল ভারত। শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার স্বাদ নিলেন কোহলিরা। তৃতীয় ম্যাচটি তিন দিনেই শেষ হয়ে গেল। প্রথম ইনিংসে ভারতের করা ৪৮৭ রানের জবাবে শ্রীলঙ্কা তাদের প্রথম ইনিংসে মাত্র ১৩৫ রানেই অলআউট হয়ে যায়। ফলোঅনে পড়েও দ্বিতীয় ইনিংসে সুবিধা করতে পারেনি স্বাগতিকরা। অলআউট হয়েছে মাত্র ১৮১ রানেই। দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছেন অশ্বিন। আর পেসার মোহাম্মদ সামি নিয়েছেন ৩ উইকেট। ম্যাচসেরা হয়েছেন হার্দিক পান্ডিয়া। ভারতের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেছিলেন শেখর ধাওয়ান ও হার্দিক পান্ডিয়া। ধাওয়ানের ষষ্ঠ সেঞ্চুরি কিন্তু আট নম্বরে ব্যাট করতে নামা পান্ডিয়ার ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। শ্রীলঙ্কা সফরেই সাদা পোশাকে অভিষেক হয়েছে এই অলরাউন্ডারের। প্রথম সিরিজেই বাজিমাত করে দিলেন। তাই তো সিরিজ জয়ের ট্রফি হাতে নেওয়ার পরও পান্ডিয়ার ব্যাপক প্রশংসা করেন অধিনায়ক কোহলি, ‘আমাদের জন্য এটি একটি দারুণ জয়। সবার পারফরম্যান্সে দারুণ খুশি। তা ছাড়া আজকের দিনটাও আমাদের ছিল। আমাদের খেলোয়াড়রা ধারাবাহিক পারফর্ম করেছেন। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স। দারুণ আত্মবিশ্বাসের সঙ্গে ব্যাটিং করেছেন। আমাদের টেস্ট দলের ক্রিকেটাররা অধিকাংশই তরুণ। অস্ট্রেলিয়ার মতো দলকে ৩-০ ব্যবধানে হারানো শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করায় ক্রিকেটারদের সবার আত্মবিশ্বাস বেড়ে গেছে।’

সর্বশেষ খবর