মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

সেপ্টেম্বরে পাকিস্তান যাবে শ্রীলঙ্কা

ক্রীড়া ডেস্ক

আট বছরের অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে! ঘরের মাঠে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের জন্য তীর্থের কাক হয়ে অপেক্ষায় ছিল পাকিস্তান। সেই অপেক্ষার অবসান ঘটাতে যাচ্ছে শ্রীলঙ্কা। অথচ ২০০৯ সালে দ্বীপরাষ্ট্রের উপর সন্ত্রাসী হামলার পরপর একঘরে হয়ে পড়ে পাকিস্তান। দুঃস্বপ্নের সেই হামলার আজীবনকার স্মৃতিকে সাক্ষী রেখেই এই বছরের সেপ্টেম্বরে পাকিস্তান যেতে চাচ্ছে দ্বীপরাষ্ট্র। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় সেই ইঙ্গিত দিয়েছেন ক্রিকেট শ্রীলঙ্কার সভাপতি থিলাঙ্গা সুমাথিপালা। সফরে একটি টি-২০ ম্যাচ খেলতে পারে শ্রীলঙ্কা। ২০০৯ সালের ৩ মার্চ লাহোরে শ্রীলঙ্কান ক্রিকেট দলের উপর সন্ত্রাসীরা হামলা চালিয়েছিল। এরপর থেকে আন্তর্জাতিক ক্রিকেট দলগুলো পাকিস্তান সফর থেকে নিজেদের গুটিয়ে নেয়। যদিও বাংলাদেশ মহিলা ক্রিকেট দল ও জিম্বাবুয়ে ওয়ানডে সিরিজ খেলেছে সেখানে। গত জুলাইয়ে বাংলাদেশ সফরে আসার কথা ছিল পাকিস্তানের পুর্ণাঙ্গ সিরিজ খেলতে। কিন্তু বাংলাদেশকে পাকিস্তান সফর করতে হবে শর্ত জুড়ে দেয়। কিন্তু বাংলাদেশ রাজি হয়নি। ফলে পাকিস্তানের সফর বাতিল হয়ে যায়। পাকিস্তান চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জেতার পর অবস্থার পরিবর্তন হতে থাকে। পাকিস্তানও চাইছে পূর্ণ নিরাপত্তায় দলগুলোকে সফরে আনতে। এতেই করেই হয়তো পাকিস্তান সফর করতে চাচ্ছে শ্রীলঙ্কা।

সর্বশেষ খবর