বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

রোনালদোকে ছাড়াই বার্সার মুখোমুখি রিয়াল

রাশেদুর রহমান

রোনালদোকে ছাড়াই বার্সার মুখোমুখি রিয়াল

ন্যু ক্যাম্প থেকে ৩-১ গোলের দারুণ জয় নিয়ে বাড়ি ফিরেছে রিয়াল মাদ্রিদ। তবে এর জন্য কঠিন মূল্যই চুকাতে হয়েছে জিনেদিন জিদানকে। লাল কার্ড দেখেছেন দলের প্রধান তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। নিষিদ্ধ হয়েছেন পাঁচ ম্যাচ। এর অর্থই হলো, স্প্যানিশ সুপার কাপের দ্বিতীয় লেগে থাকছেন না পর্তুগিজ তারকা। আজ রোনালদোকে ছাড়াই বার্সেলোনাকে সান্তিয়াগো বার্নাব্যুতে আতিথ্য দিবে জিদানের শিষ্যরা। অ্যাওয়ে ম্যাচে বড় জয় পাওয়ায় সুবিধাজনক স্থানেই আছে রিয়াল মাদ্রিদ। সুপার কাপ জিততে হলে বার্সেলোনাকে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-০ গোলে জিততে হবে। নেইমারহীন বার্সেলোনার জন্য বিষয়টা কঠিনই। গত রবিবার রাতে ক্যাম্প ন্যুতে স্প্যানিশ সুপার কাপের প্রথম লেগে রিয়ালকে এগিয়ে দেওয়া দুর্দান্ত গোলের পর জামা খুলে উদযাপন করে হলুদ কার্ড দেখেন রোনালদো। দুই মিনিট পরই স্যামুয়েল উমতিতির সঙ্গে বল দখলের লড়াইয়ের সময় পেনাল্টি পেতে ডি-বক্সে ডাইভের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড পান পর্তুগিজ এই ফরোয়ার্ড। বহিষ্কার হওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রোনালদো। আর লাল কার্ড দেখে মেজাজ হারিয়ে হাত দিয়ে রেফারির পিঠে ধাক্কা মারার অপরাধে নিষিদ্ধ হয়েছেন আরও চার ম্যাচ। নিষেধাজ্ঞার বিরুদ্ধে ১০ দিনের মধ্যে আপিল করতে পারবেন ৩২ বছর বয়সী এই খেলোয়াড়। রিয়াল মাদ্রিদ অবশ্য আপিল করার বিষয়টি নিশ্চিত করেছে। পাঁচ ম্যাচের জন্য নিষিদ্ধ হওয়ায় আজ ক্রিস্টিয়ানো রোনালদো খেলতে পারবেন না এল ক্ল্যাসিকো। এর অর্থই হল, লড়াইয়ে নামার আগেই অনেকটা এগিয়ে থাকবে বার্সেলোনা। অবশ্য কাতালানদের অতিথি হিসেবে সেবা করতে পূর্ণ প্রস্তুত রিয়াল মাদ্রিদ। রোনালদোকে হারানোর পরও মোটেও ভীত নয় লস ব্ল্যাঙ্কোসরা। নিষেধাজ্ঞা কাটিয়ে আগামী ২০ সেপ্টেম্বর লা লিগার ম্যাচে রিয়াল বেটিসের বিপক্ষে খেলার সুযোগ পাবেন চারবারের বর্ষসেরা এই ফুটবলার। তবে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলতে বাধা নেই রোনালদোর। এ মাসেই গ্রুপপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর গ্রুপপর্বের ম্যাচে খেলতে পারবেন রোনালদো। দেখা যাক, রোনালদোকে ছাড়া জিদানের শিষ্যরা সফলতার ধারাটা ধরে রাখতে পারে কি না!

সর্বশেষ খবর