বুধবার, ১৬ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

শ্রদ্ধাঞ্জলি

ক্রীড়া প্রতিবেদক

শ্রদ্ধাঞ্জলি

বনানী কবরস্থানে ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান শেখ রাসেলের পরিচালক ও কর্মকর্তারা। (ডানে) ধানমন্ডিতে শেখ জামালের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধানিবেদন শেখ জামাল কর্মকর্তাদের

শ্রদ্ধা ও ভালোবাসায় জাতীয় শোক দিবস পালন করা হয়েছে। ক্রীড়াঙ্গনেও ভোর থেকে নানা কর্মসূচিতে স্মরণ করা হয় ১৫ আগস্টে নিহত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবারবর্গকে। দেশের জনপ্রিয় ক্লাব শেখ রাসেল ক্রীড়াচক্র সকাল ৯টায় বনানী কবরস্থানে শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাবের পরিচালক ও কর্মকর্তারা। বনানী কবরস্থান মসজিদে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিলও হয়। পরে ধানমন্ডি ৩২নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বসুন্ধরা আবাসিক এলাকায় শেখ রাসেল ক্যাম্পে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ডাইরেক্টর ইনচার্জ ইসমত জামিল আখন্দ লাভলু, পরিচালক (ক্রীড়া) সালেহ জামান সেলিমসহ অন্যান্য পরিচালক ও কর্মকর্তা এসব কর্মসূচিতে অংশ নেন। দেশের আরেক জনপ্রিয় ক্লাব শেখ জামাল ধানমন্ডিও নানা কর্মসূচিতে ১৫ আগস্ট নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। শেখ জামাল ক্লাব প্রাঙ্গণে লে. শেখ জামালের প্রতিকৃতিত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ক্লাব পরিচালক ও কর্মকর্তারা। পরে ৩২নং সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে ফুল দেওয়া ও বনানীতে শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি মিলাদ মাহফিলে শহীদদের রুহের আত্মার মাগফিরাত কামনা করা হয়। ক্লাবেও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দুপুরে দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে ক্লাব পরিচালক নজিব আহমেদ, জহিরুল হক চৌধুরী স্বপন, ফিরোজ আলম, ফুটবল কমিটির উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ চুন্নু, আবদুল গাফফারসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ঢাকা আবাহনী ক্লাব প্রতিষ্ঠাতা শেখ কামালের প্রতিকৃতিত্বে পুষ্পস্তবক অর্পণ এবং বনানীতে শহীদদের কবর জিয়ারত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।.

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর