বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

অসি বধের মিশন শুরু মিরাজের

ক্রীড়া প্রতিবেদক

বাংলাদেশের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ছিলেন একধারে অফ স্পিনার ও ব্যাটসম্যান। তার অবসরের পর একজন জেনুইন অফ স্পিনারের অভাব অনুভব করছিল বেশ ভালোভাবে। সেই অভাব পূরণ করার চেষ্টা করছেন ১৯ বছর বয়স্ক মেহেদী হাসান মিরাজ। যিনি দেশের এখন সেরা অফ স্পিনার। তার ঘূর্ণি মায়াজালেই বাংলাদেশ হারিয়েছিল ইংল্যান্ডকে। বয়স ১৯ হলেও কার্যকরী বোলিং করতে সিদ্ধহস্ত। দলে সাকিব আল হাসান ও তাইজুল হাসানের মতো স্পিনার থাকার পরও টিম ম্যানেজমেন্টের বড় আস্থার নাম মিরাজ। অস্ট্রেলিয়াকে বধ করার যে মিশন সাজাচ্ছেন চন্ডিকা হাতুরাসিংহে, সেই দলের অন্যতম সদস্য মেহেদী হাসান মিরাজ। ক্যারিবীয় প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলে দেশে ফিরেছেন এবং যোগ দিয়েছেন অনুশীলনে। সিপিএলে ত্রিনবাগো নাইট রইডার্সের পক্ষে একটি ম্যাচ খেলতে না পারলেও বেশ অনেকদিন ব্যস্ত ছিলেন সেখানে। তাই মিস করেছেন দেশে অনুশীলন। সেই অনুপস্থিতিকে সামাল দিয়ে মিরাজের বিশ্বাস ২৭-৩১ আগস্ট মিরপুর টেস্ট শুরুর আগেই প্রস্তুত হয়ে যাবেন তিনি। 

ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক সিরিজেই ১৯ উইকেট। মিরপুরে জয়ের টেস্টে ১২ উইকেট। অবিশ্বাস্য হলেও সত্যি ছিল পারফরম্যান্স। সব মিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে ৭ টেস্টে তার উইকেট সংখ্যা ৩৫টি।

সর্বশেষ খবর