বৃহস্পতিবার, ১৭ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

ম্যানইউতে বোল্ট!

ক্রীড়া ডেস্ক

ম্যানইউতে বোল্ট!

অ্যাথলেটিকস ট্র্যাকে দীর্ঘ ক্যারিয়ারের পর অসংখ্য অর্জনের মধ্য দিয়ে জ্যামাইকান গতি তারকা উসাইন বোল্ট তুলে রেখেছেন বুটজোড়া। লন্ডনে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপই ছিল সর্বকালের সেরা এ অ্যাথলেটের শেষ আসর। তবে ক্রীড়াঙ্গনের সঙ্গে সম্পর্কটা এখানেই শেষ হচ্ছে না বোল্টের। খুব শিগগিরই সম্ভবত তাকে দেখা যাবে বিশ্বসেরা ফুটবল ক্লাবের জার্সিতে। বেশ কয়েকবারই উসাইন বোল্ট জনসমক্ষে বলেছেন, তিনি ম্যানইউর অনেক বড় ভক্ত। এই ক্লাবের জার্সিতে খেলতে চান বোল্ট। সর্বকালের সেরা অ্যাথলেটের ইচ্ছে পূরণ হবে কি! বোল্টের ইচ্ছে পূরণ করতে যাচ্ছে ম্যানইউ। দুই পক্ষের মধ্যে মোটামুটি একটা চুক্তি হয়েই গেছে। ২ সেপ্টেম্বর ম্যানইউ কিংবদন্তি রায়ান গিগস আর পল স্কলসরা ওল্ড ট্র্যাফোর্ডে এক প্রদর্শনী ম্যাচ খেলবে বার্সেলোনা কিংবদন্তি দলের বিপক্ষে। সেই ম্যাচে উসাইন বোল্টকেও দেখা যেতে পারে। এরই মধ্যে বোল্টের হাতে পৌঁছে গেছে ৯.৬৩ লেখা জার্সি। অবশ্য বোল্ট যদি হ্যামস্ট্রিং ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হন তবেই তিনি অংশ নিতে পারবেন এই ম্যাচে। অবশ্য ম্যানইউর সঙ্গে কোনো চুক্তি হবে কি না এই বিষয়টা এখনো নিশ্চিত নয়। তবে তিনি শিগগিরই জার্মান ক্লাব বুরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে অনুশীলনে অংশ নিবে।

এদিকে ম্যানচেস্টার ইউনাইটেড কোনো প্রস্তাব না দিলে ইংলিশ চ্যাম্পিয়নশিপের ক্লাব বুরটন আলবিওন বোল্টকে পাঁচ বছরের চুক্তিতে দলে নিতে পারে। ক্লাবের চেয়ারম্যান বেন রবিনসন নিশ্চিত করেছেন, বুরটন বোল্টের ব্যাপারে দারুণ আগ্রহী। তিনি বলেন, ‘আমরা তাকে একটা ট্রায়াল প্রস্তাব দিতে পারি। কোচ তাকে পরীক্ষা করে দেখবেন গতি ছাড়া আরও কিছু আছে কি না। তিনি অ্যাথলেটিকসে দারুণ কীর্তি দেখিয়েছেন। অ্যাডাম জিমিলিও চার গুণিতক ১০০ মিটারে লড়াই করেছে সে ছোটবেলায় ফুটবল খেলত।’ বুরটন যে বোল্টের ব্যাপারে দারুণ আগ্রহী এই বিয়ষটাও নিশ্চিত করেছেন ক্লাবের চেয়ারম্যান। আর ম্যানেজার নিগেল বলছেন, ‘সম্ভবত পাঁচ বছরের একটা চুক্তি অপেক্ষা করছে তার জন্য।’ ট্র্যাকে ইতিহাস গড়েছেন উসাইন বোল্ট। ফুটবলেও এমনকি কিছু করতে পারেন কি না তা কেবল সময়েই জানা যাবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর