শুক্রবার, ১৮ আগস্ট, ২০১৭ ০০:০০ টা

নিরাপত্তা চাদরে ঢাকা সিরিজ

ক্রীড়া প্রতিবেদক

নিরাপত্তা চাদরে ঢাকা সিরিজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে নিরবচ্ছিন্ন নিরাপত্তা দেওয়া হবে। গতকাল মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হেলিকপ্টার ব্যবহার করে হয়ে গেল সেনাবাহিনীর কমান্ডো মহড়া —বাংলাদেশ প্রতিদিন

প্রস্তুতি ম্যাচের ভেন্যু ঠিক করতে যখন ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) দুই পরিদর্শক বিকেএসপিতে, তখন মিরপুর স্টেডিয়ামে চলছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডোদের মহড়া। হঠাৎ করে স্টেডিয়ামে ঢুকে পড়া কোনো আগন্তুক সেনাবাহিনীর মহড়া দেখে ভড়কে যেতেন। কারণ সঙ্গিন হাতে যেভাবে হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার নেমে জিম্মি উদ্ধার করল, তা দেখে খুব স্বাভাবিকভাবেই মনে হওয়ার কথা সিনেমা শুটিং চলছে! সত্যিই কি কোনো সিনেমার শুটিং চলছিল মিরপুর স্টেডিয়ামে? না। আজ রাত পৌনে ১১টায় বহু আকাঙ্ক্ষার, বহুল আলোচিত দুই টেস্ট ম্যাচ সিরিজ খেলতে ঢাকায় আসছে অস্ট্রেলিয়া। গোটা সিরিজে অস্ট্রেলিয়ান দলটিকে যেভাবে নিরাপত্তা দেওয়া হবে, তারই মহড়া দেওয়া হলো গতকাল।

২০০০ সালে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক নিয়ে যে উন্মাদনার সৃষ্টি হয়েছিল গোটা বাংলাদেশে। এবার সে রকম উন্মাদানার সৃষ্টি হয়নি ঠিকই, তবে অন্য যে কোনো সিরিজের চেয়ে অনেক বেশি ফোকাস টেনে নিয়েছে বাংলাদেশ-অস্ট্রেলিয়া আসন্ন সিরিজটি। বহু আকাঙ্ক্ষার সিরিজটি মাঠে গড়াচ্ছে অনেক নাটকের পর। ২০১৫ সালের অক্টোবর থেকে যে নাটকের শুরু, আজ সন্ধ্যায় সেটার অবসান হতে যাচ্ছে। ১৭ বছর আগে অভিষেকের পর এখন পর্যন্ত ১০০ টেস্ট খেলেছে বাংলাদেশ। মাত্র চারটির প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ২০০৪ সালে নিজ দেশে বাংলাদেশকে আতিথিয়েতা দিয়েছিল অসিরা। জবাবে ২০০৬ সালে দুই টেস্ট ও তিনটি ওয়ানডে খেলে যান রিকি পন্টিং, শেন ওয়ার্নরা। এরপর ২০১১ সালে দেশটি তিন ম্যাচ ওয়ানডে সিরিজ ও ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপ খেলেছে ঢাকায়। বাই লেটারাল টেস্ট সিরিজ খেলতে ২০১৫ সালের অক্টোবরে বাংলাদেশ আসার কথা ছিল। সফরে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার আশ্বাসও দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ মুহূর্তে সফর স্থগিত করে ক্রিকেট অস্ট্রেলিয়া। তবে বাতিলের কথা বলেনি তখন। সেই ধারাবাহিকতায় আজ সিরিজ খেলতে পা রাখছে ঢাকায়। ২৭-৩১ আগস্ট মিরপুর স্টেডিয়ামে প্রথমটি এবং ৪-৮ সেপ্টেম্বর দ্বিতীয় টেস্ট হবে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ২২-২৩ আগস্ট একমাত্র প্রস্তুতি ম্যাচটির ভেন্যু এখনো ঠিক হয়নি। অবশ্য বিকেএসপি, ফতুল্লা ও ইউল্যাব ভার্সিটি পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ার নিরাপত্তা পরিদর্শক দল। আগামীকাল জানা যাবে প্রস্তুতি ম্যাচের ভেন্যু। সম্ভাব্য বিবেচনায় এগিয়ে ফতুল্লা।            

নিরাপত্তা ব্যবস্থা দেখতে এর আগে আরও তিনবার ঢাকা ও চট্টগ্রাম পরিদর্শন করেছেন অস্ট্রেলিয়ান নিরাপত্তা পরিদর্শক দল। সর্বশেষ গত জুলাইয়ে যখন দলটি ঢাকায় এসেছিল, তখনই বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল ভিভিআইপি নিরাপত্তা দেওয়া হবে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে। গতকাল তার মহড়া করল সেনাবাহিনীর ২৫ কমান্ডার। নিরাপত্তা ব্যবস্থা নিচ্ছিদ্র রাখতে কমান্ডোরা জিম্মি উদ্ধার অভিযান পরিচালনা করেন স্টেডিয়ামে। আধঘণ্টার মহড়া ছিল শ্বাসরুদ্ধকর। হেলিকপ্টার থেকে নেমেই কমান্ডোরা সঙ্গিন হাতে ঢুকে পড়েন ড্রেসিং রুমে। সেখান থেকে জিম্মি খেলোয়াড়ের উদ্ধার করে হেলিকপ্টারে করে নিরাপদ অবস্থানে নিয়ে যান। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নার, জশ হ্যাজলউড, নাথান লিওনসহ গোটা অস্ট্রেলিয়া দলকে নিরাপত্তা দিতে শুধু সেনাবাহিনী নয়, ব্যস্ত থাকবে র‌্যাব, পুলিশসহ নিরাপত্তা কর্মীরা। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্যারা কমান্ডো ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম ইমরুল হাসান বলেন, ‘বাংলাদেশ সেনাবাহিনী দেশ ও জাতির যে কোনো প্রয়োজনে অবদান রাখতে সর্বদা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশ সরকার বাংলাদেশ সেনাবাহিনীকে যে কোনো দায়িত্ব প্রদান করলে সেটা সফলভাবে সম্পন্ন করার জন্য আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করে থাকি। তারই ধারাবাহিকতায় চলমান বাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনীর একমাত্র বিশেষায়িত ফোর্স ১ প্যারা কমান্ডো ব্যাটেলিয়ন, বাংলাদেশ আর্মি অ্যাভিয়েশন এবং বাংলাদেশ বিমান বাহিনী এবং সঙ্গে অন্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সমন্বয়ে একটা সার্বিক মহড়া এই মাত্র অনুষ্ঠিত হলো।’

সর্বশেষ খবর